সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মা’ত্র ২৫০ কোটি লটারিতে জি’তে স্ত্রীকে কিছুই জানাননি চাইনিজ যুবক! কারণ বে’শ অ’দ্ভু’ত

আজকাল রাস্তার ধারের দিকে তাকালেই দেখতে পাওয়া যায় সারি সারি দিয়ে লটারির কাউন্টার। কত মানুষ এই নিয়ে সারাদিনে কত শত টাকা ব্যায় করে দিচ্ছে কিন্তু খুব কম মানুষের কপালেই শিকে ছেঁরে। আজ এমন একজনের কথা বলবো যে প্রায় ২৫০ কোটি টাকা পেয়েও চুপ চাপ ছিলেন। কাউকে জানান নি তার প্রাপ্তির কথা এমনকি নিজের পরিবারকেও নয়। আর কেনো জানান নি সেটা শুনলে যে কারো মন ভালো হয়ে যাবে।

এই ব্যাক্তি হলেন দক্ষিণ চীনের একজন বাসিন্দা নাম লি। তিনি মাঝে মাঝেই নিজের ভাগ্য পরীক্ষা করবার জন্য লটারি কাটতেন। তিনি কখনো ভাবতেও পারেন নি তাঁর এত মোটা অঙ্কের টাকা লটারিতে পাবেন। আসলে নিয়মিত ভাবে খেলাধুলার উন্নয়নের জন্য চিনা সরকার ওই লটারির আয়োজন করে থাকে। আর সেই লটারি কেটেই তিনি কোটিপতি হয়ে যান।

কিন্তু তিনি কাউকে জানান নি তার এই জয়ের খবর। এরপর যেদিন চিনের গুয়াংশি প্রদেশের নানিংয়ে লটারি আয়োজক সংস্থার দফতরে লটারিতে পাওয়া টাকা নিতে পৌঁছন লি তখন সব জানাজানি হয়ে যায়। সবাই জেনে যায় লি – এর কোটিপতি হয়ে যাওয়ার খবর।

আরো পড়ুন: দুটি হাতই নেই, শুধু পা দি’য়ে ভিডিও করেই হাজার হাজার টা’কা ইনকাম ক’র’ছে মিরাজুল

আর এই নিয়ে সংবাদমাধ্যম থেকে তাঁকে জিজ্ঞেস করা হয় যে তিনি কেনো তার পরিবারকেও জানাননি। আর এই প্রশ্নের উত্তরে লি বলেন, ‘‘আমি লটারি জেতার কথা স্ত্রী এবং সন্তানকে জানাইনি তার কারণ, এই খবর পেয়ে ওরা আত্মতুষ্টিতে ভুগতে পারে। এর ফলে ওরা হয়তো ভবিষ্যতে খাটুনির কথা ভুলে গিয়ে অলস হয়ে যাবে।’’

আর তার এই কথা সকলকে মুগ্ধ করেছেন। সত্যিই তো নিজের কাছে অনেক টাকা থাকলে টাকা উপার্জন করার ইচ্ছে চলে যায়। কেউ আর কষ্ট করে কিছু পাওয়ার চেষ্টা করে না। আর তাই লটারিতে পাওয়া টাকার ব্যাপারে লি কিছুই জানান নি তার পরিবারকে। এবং এও জানা যায় যে ওই টাকার একটি বড় অংশ দান করেছেন লি।