সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নতুন যুদ্ধজাহাজের শক্তি পরীক্ষা, জলপথে নৌসেনার দাদাগিরি অব্যাহত

পাকিস্তান, চীনের মত বিদেশি শত্রু দেশগুলির চোখ রাঙানিকে ভারত এখন আর ভয় করে না। নিজের সামরিক শক্তিকে আরও মজবুত করতে ভারত বরাবরই বিভিন্ন অস্ত্র – শস্ত্র নিজের সেনাতে যোগ করে।এবার ব্রহ্মসে মিসাইলের সফল উৎক্ষেপণ করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিল ভারতের নৌসেনা।

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যাবহার করে, ৩৫ হাজার ৮০০ কোটি টাকা খরচ করে যুদ্ধজাহাজ আইএনএস মার্মাগাঁও তৈরি করা হয়েছে। ভারতীয় নৌবাহিনীর ‘প্রজেক্ট ১৫বি’-আওতায় পড়েছে এই যুদ্ধজাহাজ নির্মাণের কাজ। এই জাহাজ থেকে লঞ্চ করা যায় ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী মিসাইল।

ছ’মাস আগেই এই জাহাজকে ভারতীয় নৌবাহিনীর অন্তর্ভুক্ত করা হয়েছে । কিন্তু গতকাল, এই নতুন যুদ্ধজাহাজের শক্তি পরীক্ষা করল ভারতীয় নৌসেনা। বর্তমানে শত্রুদেশের ক্ষেপণাস্ত্র নির্ভুল ভাবে ধ্বংস করতে প্রস্তুত এই রণতরীর।

ভারতের এই শক্তির প্রদর্শনকে দাদাগিরি বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। ঠিক কোথায় এই পরীক্ষাটি করা হয়েছে, সেবিষয়ে কিছু জানানো হয়নি। সূত্রে খবর, পারমাণবিক হামলা বা জৈব হামলা এই রণতরীর কোন ক্ষতি করতে পারবে না।