সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাংলায় জে’ব্রা ক্রসিং-কে কি বলে? ৯৯ শতাংশ মানুষই জানেন না!

জেব্রা ক্রসিং – এই শব্দটার সঙ্গে আমরা বহুল প্রচলিত। তবুও এর বাংলা অর্থ আমরা অনেকেই জানি না। ছোট থেকেই কলকাতার রাস্তা নির্বিঘ্নে পাড় হওয়ার জন্য আমরা জেব্রা ক্রসিংই ব্যবহার করি।

লাল সিগন্যালে সব গাড়ি থেমে যাওয়ার পর পথচারীরা এই সাদা-কালো জেব্রা ক্রসিং দিয়েই হেঁটে রাস্তা পারাপার করেন। কিন্তু হঠাৎ করে রাস্তা পারাপার করার জন্য এই বিশেষ লাইনটির নাম জেব্রা ক্রসিং হল কেন জানেন?

১৯৩০ সালে ইংল্যান্ডে পথচারীদের রাস্তা পার হওয়ার অনুমতি দেওয়ার জন্য একটি পরীক্ষামূলক পদ্ধতি ছিল। কারণ সেই সময় লন্ডনের ট্র্যাফিক ছিল ভীষণ অগোছালো এবং লোকেদের রাস্তা পার হওয়ার জন্য কোনো উপায় বা জায়গা ছিল না।

আরো পড়ুন: এই তরুণীর একটি পায়ের ওজনই ৪৫ কে’জি! তবুও তিনি একজন স’ফ’ল মডেল

একদিন এক ব্রিটিশ রাজনীতিবিদ ট্রায়াল ক্রসিং পরিদর্শন করে স্বতঃস্ফূর্তভাবে তাদের ‘জেব্রা ক্রসিং’ বলে উল্লেখ করেন আর তখন থেকেই এটি ‘জেব্রা ক্রসিং’ নামে পরিচিত। জেব্রা ক্রসিং-এর বাংলা অর্থ হল পথচারী সেতু৷