সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দীর্ঘ প্রতী’ক্ষার পর চলতি মাস থেকেই কুনোয় শুরু হ’বে চিতা সাফারি

নতুন কোথাও যেতে চান? এই চলতি ফেব্রুয়ারী মাসেই যদি কোথাও যেতে চান তাহলে একটি নতুন সুযোগকে কাজে লাগান। আর চলে যান কুন জাতীয় উদ্যানে। গত বছর মধ্যপ্রদেশের এই কুনো জাতীয় উদ্যান দারুণ ভাবে চর্চায় ছিল। কারণ আমরা সবাই জানি প্রধানমন্ত্রীর জন্মদিনের দিন নামিবিয়া থেকে ৮ টি চিতা এনে ছাড়া হয়েছিল কুনো ন্যাশনাল পার্কে।

ইতিমধ্যেই ৫ মাস কেটে গেছে , তারাও এখন কুনোর পরিবেশের সাথে নিজেদের মানিয়ে নিতে পেরেছে । আর সেই কারণেই এবার পরিকল্পনা শুরু যে, কুনোতে শুরু হবে চিতা সাফারি। তবে জঙ্গল সাফারি কবে শুরু হবে এ নিয়ে এখনও কোনো স্পষ্ট বার্তা নেই।

মধ্যপ্রদেশের মাটিতে আফ্রিকান চিতারা নিজেদের বাসস্থান তৈরী করেছে। আর তার কারণেই মধ্যপ্রদেশের পর্যটন শিল্পের ব্যাপক পরিবর্তন ঘটেছে। কুনোর আশেপাশে রিসর্ট গড়ে উঠছে। হোটেল থেকে শুরু করে পর্যটকদের আকর্ষন করার জন্য বিভিন্ন কিছু গড়ে তোলা হচ্ছে।

আরো খবর: মোদির প’র কি যোগী হবেন প্রধানমন্ত্রী? যা উত্তর দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী

বলা যেতে পারে সেই চিতা গুলোই এখন কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে। পর্যটকদের কথা মাথায় রেখেই পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। চিতা আসার পরে কুনো এখন ইকো টুরিজমের অংশ।

যদিও পর্যটন এখনও শুরু হয় নি। তবে এই ফেব্রুয়ারী থেকেই যদি কুনোতে চিতা সাফারী শুরু হয় তাহলে , সেটার হয়ত আর বেশী দেরি নেই।