সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গো’প’নে পাকিস্তান ইউক্রেনকে অ’স্ত্র ও গো’লা’বা’রু’দ পা’ঠা’তো! চা’ঞ্চ’ল্য’ক’র ত’থ্য সামনে এলো

পাকিস্তানকে আমরা সকলেই সুযোগ সন্ধানী দেশ বলেই জানি। অন্যান্য দেশের ক্ষতি বৈকি ভালো করেন না কখনো। তাই প্রয়োজনে অনেক দেশই পাকিস্তানের পক্ষেই থেকে এসেছে। ঠিক তেমনি একটি দেশ হলো রাশিয়া। এই দেশের সাথে পাকিস্তানে আদান প্রদানের একটা সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু বর্তমানে চিত্রটা একটু হলেও অন্যরকমই চোখে পড়ছে। কারন রাশির এক সংবাদ মাধ্যম মারফত জানা যাচ্ছে পাকিস্তান গোপনে ইউক্রেনের সাথেও সম্পর্ক রাখছে।

জানা যাচ্ছে, সামনে সামনে রাশিয়ার সাথে বন্ধুত্ব দেখালেও ইউক্রেনকে গোপনে অস্ত্র এবং গোলাবারদ সরবরাহ করছে গদ্দার পাকিস্তান। আর এই কর্মকাণ্ডের পিছনে পাকিস্তানের মূল লক্ষ্য হলো রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থেকে যতোটা পারা যায় অর্থ উপার্জন করে নেওয়া। আর তাই এমন কাজ তারা করছে।

আরো জানা যাচ্ছে যে, ইউক্রেনকে সামরিক সরঞ্জাম পাঠানো হচ্ছে নাকি রাওয়ালপিন্ডিতে অবস্থিত পাকিস্তানের নূর খান এয়ারবেস থেকে। পাকিস্তানি সংস্থা মেসার্স কেস্ট্রালের সিইও লিয়াকত আলি বেগ গত মে এবং জুন মাসে পোল্যান্ড, রোমানিয়া এবং স্লোভাকিয়া ভ্রমণ করেছিলেন। আর তাই ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে পাকিস্তান ইউক্রেনে অস্ত্র সরবরাহের জন্য প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী ঠিকাদারদের ব্যবহার করছে।

আরো খবর: মানিক ভট্টাচার্যের মা’ম’লা ফি’রি’য়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, কিন্তু কেন?

এছাড়াও ওই অস্ত্র সরবরাহ নিয়ে স্লোভাকিয়ার প্রতিরক্ষা সংস্থা মেসার্স কেমিকা ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে পাক অর্ডিন্যান্স ফ্যাক্টরির গোলাবারুদ সরবরাহকারী সংস্থা মেসার্স কেস্ট্রালের সঙ্গে যোগাযোগ করেছিল।

তবে পাকিস্তান কাউকে এমনি এমনি ত কোনো সাহায্য করে না। তাই ইউক্রেনের অস্ত্র সরবরাহের বিনিময়ে হেলিকপ্টারের ইঞ্জিন সরবরাহ ও মেরামত করার জন্য ইউক্রেনের সাহায্য চেয়েছে পাকিস্তান।

প্রসংগত উল্লেখ্য, এই কিছুদিনের মধ্যেই রাশিয়া পাকিস্তানকে প্রতিদিন কমপক্ষে ১ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল নির্দিষ্ট ছাড়ে সরবরাহ করতে রাজি হয়েছে। আর এর পরও তাদের এমন গোপনীয় কার্যকলাপ মোটেই ভালো চোখে দেখছে না রাশিয়া। শেষ অব্দি পাক রাশিয়া বন্ধুত্ব কতটা টিকে সেটাই দেখার।