সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পদ্মায় মিললো ১৫ কেজির পাঙ্গাশ মা’ছ, দা’ম শুনেই মা’থা’য় হাত সকলের

কথায় আছে ভগবান ,”যব ভি দেতা হ্যায় ছাপ্পড় ফারকে দেতাহে”। এরকমই কিছু ঘটলো কৃষ্ণ হালদার নামের এক মৎস্যজীবীর সাথে। সপ্তাহের শুরুতেই লক্ষ্মী লাভ করলেন তিনি। সোমবার সকালে পদ্মায় কৃষ্ণ হালদার নামের ওই মৎস্যজীবী মাছ ধরতে যায় মাছ ধরতে গিয়ে জাল ফেলে এবং সেই ধরা পড়ে ১৫ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ।

জানা গেছে সেই মাছটির দাম প্রায় ১৮ হাজার টাকায়। এই মাছটিকে এক ব্যবসায়ী কিনেছেন। গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট এলাকায় সংলগ্ন পদ্মা নদীতে এই পাবনার মৎস্যজীবী কৃষ্ণ হালদার মাছটি ধরেছেন। কৃষ্ণনগর মাছটি ধরতে পেরে অতিরিক্তই খুশি হয়েছেন।

সাথে সাথে মাছটিকে বিক্রির জন্য তিনি নিয়ে যান দৌলতদিয়া ঘাটে সেখানেই ১৫০ টাকা কেজি দরের ১৭ হাজার ২৫০ টাকায় মাছটি তিনি বিক্রি করেন চান্দু মোল্লা নামের এক মাছ ব্যবসায়ীর কাছে। এই বিষয়ে ওই মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানিয়েছেন, তিনি যখনই খবর পেয়েছেন যে ঘাটে পাঙাশ মাছ ধরা পড়েছে তখনই তিনি চলে এসেছেন।

আরো পড়ুন: কাকে বি’য়ে করছেন মধুমিতা? লাল শাড়িতে কনে লু’ক অভিনেত্রীর

এর পরে তিনি এই মাছটিকে ২০০ টাকা কেজি দরে প্রায় ১৮ হাজার টাকায় বিক্রি করেন ঢাকার এক মৎস্য ব্যবসায়ীর কাছে। এই বিষয়ে গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল শরীফ জানিয়েছেন,” পদ্মা নদীতে জল বেড়ে গেছে যার কারণে জলের স্তর অনেক বেশি বলে আগামী দিনে বড় বড় মাছ ধরা পড়বে।”