সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পৃথিবী থে’কে বি’লু’প্ত হওয়া ৫ টি পে’শা যা একসময় ছিলো খু’ব’ই গুরুত্বপূর্ণ!

যত মানুষ,তত নতুন নতুন চিন্তা ভাবনা,আর ঠিক ততই বিভিন্ন ধরণের কাজ। বিভিন্ন উপায়ে মানুষ তার জীবিকা নির্বাহ করে। বেঁচে থাকার জন্য উপার্জন করে, আবার কেউ কেউ শুধু ভালো লাগা থেকে নানা রকম পেশা বেছে নেয়। আজ আমরা বেশ কয়েকটি অদ্ভুত পেশার কথা জানবো, যেগুলো পৃথিবীর বুক থেকে বিলুপ্ত হয়ে গেছে। এমন ধরণের পেশার কথা অনেকেরই অজানা। আর এখন সব কিছু শুনে মনে হবে, এমন পেশারও অস্তিত্ব ছিল পৃথিবীতে?

১) শত্রুসেনার বিমানের অবস্থান নির্ণয় করার জন্য এখন রাডারসহ বিভিন্ন প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। কিন্তু যখন রাডার ছিল না তখন কী করা হতো? তখন সেনারা ব্যবহার করত এক প্রকার শব্দ নির্ভর যন্ত্র ও আয়না, যার মাধ্যমে দূর থেকে আসা শত্রুপক্ষের বিমানের ইঞ্জিনের আওয়াজ শুনে সেটার অবস্থান নির্ণয় করতো।

২) বিজ্ঞানী টমাস আলভা এডিসনের বৈদ্যুতিক বাতি উদ্ভাবনের আগে পর্যন্ত রাস্তার ল্যাম্প পোস্টগুলোতে তেলের বাতি ব্যবহার করা হতো। আর এই বাতিগুলো ঠিক সময়ে তেল দিয়ে পূর্ণ করা এবং জ্বালানো-নেভানোর জন্য কিছু কর্মীকে নিয়োগ করা হয়েছিল।

৩) এক সময় শহরের মানুষকে সঠিক সময়ে ঘুম থেকে জাগিয়ে দেওয়ার জন্য কিছু ব্যক্তি নিয়োগ করা হতো। তারা মানুষের বাড়ির সামনে গিয়ে তাদের বাড়ির জানালা বা দরজায় লাঠি দিয়ে টোকা দিয়ে তাদেরকে জাগিয়ে দিতেন।

৪) ইউরোপে যখন ইঁদুরের উপদ্রব খুবই বেড়ে যেত, তখন rat-catcher বা ইঁদুর ধরার জন্য লোক নিয়োগ করা হতো। এ লোকদের কাজ ছিল ইঁদুর খুঁজে বের করে সেগুলোকে ধরে ফেলা। যদিও এ লোকগুলোর ইঁদুরের কামড় ও তা থেকে রোগ সংক্রমণের ঝুঁকি ছিল, তবুও তারা বেশ দক্ষতার সাথেই তাদের দায়িত্ব পালন করতো।

৫) আগে যখন ফ্রিজ ছিল না তখন মানুষ কীভাবে বরফ ব্যবহার করতো তা জানলে বেশ অবাকই হবেন। সেসময় একদল লোক ছিলেন যারা বরফে জমে যাওয়া হ্রদ কেটে বরফ সংগ্রহ করতেন। এ পেশাটি খুবই বিপজ্জনক ছিল। এ বরফই পরে মানুষের ঘরে বিভিন্ন কাজে ব্যবহার করা হতো।