সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টা’না ৮ ব’ছ’র ধরে জে’লে, জা’মি’ন পেলেও দিতে পারছেন না টা’কা, একদম নিঃস্ব সা’র’দা ক’র্তা সুদীপ্ত সেন

সারদাকাণ্ডে জড়িয়ে দীর্ঘ প্রায় ৮ বছর যাবৎ জেলেই রয়েছেন সারদা কর্তা সুদীপ্ত সেন। তার বিরুদ্ধে যে চারটি মামলা চলছিল তার মধ্যে থেকে তিনটি মামলাতে অবশ্য ইতিমধ্যেই জামিন পেয়ে গিয়েছেন তিনি। একটি মামলার শুনানি এখনো বাকি। তবে জামিনের জন্য আদালতে তরফ থেকে যে জরিমানা ধার্য করা হয়েছে, সেই টাকা দেওয়ার সামর্থ্য নেই সারদার কর্ণধারের। যে কারনে জামিনের পরেও আজও জেল হেফাজতেই কাটছে তার দিন।

এক সময় কোটি কোটি টাকা সম্পদের মালিক ছিলেন সারদার কর্ণধার সুদীপ্ত সেন। তবে সারদা মামলায় জড়িয়ে আজ তিনি নিঃস্ব হয়ে গিয়েছেন। সুদীপ্ত সেনের জেলহাজতে পর তার পরিবারের অনেক কষ্টে দিন চলছে। তার মেয়ে এবং ছোট ছেলে কাজ করে কোন রকমে সংসার চালাচ্ছেন। সুদীপ্ত সেনের জামিনের জন্য আদালতের তরফ থেকে যে টাকা ধার্য করা হয়েছে তা দেওয়ার মতো সামর্থ্য নেই তাদের।

সুদীপ্ত সেনের আইনজীবী সমীর দাস জানাচ্ছেন, চারটি মামলার মধ্যে ইতিমধ্যেই তিনটিতে জামিন পেয়ে গিয়েছেন তিনি। তবে ৩০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড তিনি দিতে পারেননি। তাই জেলেই থেকে গিয়েছেন তিনি। সারদা-কর্তার বিরুদ্ধে সিবিআইয়ের দায়ের করা দুটি মামলা আজও আলিপুর আদালতে বিচারাধীন রয়েছে। বিধাননগর আদালতে একটি মামলা এবং ব্যাঙ্কশাল কোর্টের মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে আরেকটি মামলা দায়ের রয়েছে।

সুদীপ্ত সেনের আইনজীবী জানালেন ১৯৮০ সাল থেকে সুদীপ্ত সেনের পরিবারের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। সারদা-কর্তার গ্রেপ্তারের পর তার দুই স্ত্রী এবং সন্তানরা চরম অর্থকষ্টে ভুগছেন। আত্মীয়-স্বজনরাও সুদীপ্তর সঙ্গে আর কোনও যোগাযোগ রাখেন না। উল্লেখ্য এই মামলায় অভিযুক্ত মদন মিত্র, মুকুল রায়ের মতো তৃণমূলের হেভিওয়েট নেতারা জামিনে মুক্ত হয়ে বাইরে রয়েছেন।