সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মার্চ মাসে অনেক কয়েকদিন ব’ন্ধ থাকবে ব্যাংকের দরজা, রইলো তা’লি’কা

অর্থনীতির দিক থেকে ভারতের নতুন নতুন দরজা উন্মোচন হচ্ছে। আর দেশের অর্থনীতির প্রধান অঙ্গ ব্যাংক পরিষেবা। ইতিমধ্যেই ডিজিটাল ভারত গড়ে তোলার লক্ষ্যে, ডিজিটাল লেনদেনের উপর মানুষ বেশি ঝুঁকছে। কিন্তু দেশে ব্যাংকের গুরুত্ব ও তার পরিষেবা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই সাধারন মানুষ যদি গুরুত্বপূর্ণ কাজের মাঝে এই ব্যাংক পরিষেবা থেকে বিচ্যুত হয়, তাহলে ঘুরেফিরে তা দেশের ক্ষতিকেই প্রকাশ করব।

দেশের ডিজিটাল লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেলেও, বহু সংখ্যক মানুষ ব্যাংকের ওপরই নির্ভরশীল। ব্যাংক পরিষেবা যাতে খুব সহজেই নিয়ম করে সাধারণ মানুষ নিতে পারে, এর জন্য রিজার্ভ ব্যাংকের তরফ থেকে প্রতি মাসেই ছুটির তালিকা প্রকাশ করা হয়।

যাতে সেই তালিকা কে মাথায় রেখে সাধারন মানুষ নিজেদের গুরুত্বপূর্ণ কাজ সময়ের মধ্যে সেরে নিতে পারে।প্রতিবারের ন্যায় এবারও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মার্চ মাসের ছুটির তালিকা প্রকাশ করেছে। এবার সেই তালিকা দেখে নেওয়া যাক কোন কোন দিন কি কি কারণে ছুটি রাখা হয়েছে ব্যাংক।

আরো পড়ুন: রাশিয়ান ট্যাংককে রু’খ’তে ব্রিজ সহ নিজেকেই উ’ড়ি’য়ে দিলেন ইউক্রেনের সৈনিক, রইলো ভিডিও

পশ্চিমবঙ্গ রাজ্য ছাড়াও দেশের অন্যান্য জায়গায় মোট 13 দিন মার্চ মাসে বন্ধ থাকবে ব্যাংক। এই মার্চ মাসেই দোল উৎসব ও শিবরাত্রি। এইসবের সাথে আবার দুইদিন ব্যাংক ধর্মঘট হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের ব্যাংক কর্মচারীদের ক্ষেত্রে তেমন বেশি ছুটির সুযোগ নেই।

১ লা মার্চ শিবরাত্রি, শব-ই-মিরাজ। এই দিন কলকাতা, পাটনা, দিল্লি সহ বেশকিছু এলাকায় বন্ধ থাকবে ব্যাঙ্ক। আগামী মার্চ মাসের
৩ মার্চ লোসার ফেস্টিভেল থাকার কারণে বন্ধ থাকবে ব্যাংক গ্যাংটকে।

৪, মার্চ চাটতা কূট ফেস্টিভ্যাল থাকার কারণে আইজল এ বন্ধ থাকবে ব্যাংক।

৬, মার্চ রবিবার হওয়ার কারণে বন্ধ ব্যাংক।

১২, মার্চ দ্বিতীয় শনিবার হওয়ার কারণে বন্ধ ব্যাংক।

১৩,মার্চ রবিবার হওয়ার কারণে বন্ধ ব্যাংক।

১৭ মার্চ হোলিকা দহন, দেরাদুন কানপুর লখনও সহ বিভিন্ন জায়গায় বন্ধ থাকবে ব্যাংক।

১৮ মার্চ দোলযাত্রা থাকায় কলকাতাসহ পশ্চিমবঙ্গ রাজ্যে বন্ধ থাকবে ব্যাংক।

আরো পড়ুন: বিশেষ ন্যাটো বাহিনীকে স’ক্রি’য় করা হলো, এবার কি লা’ভ হ’বে ইউক্রেনের?

১৯, মার্চ হোলি থাকায় বিহার সহ বিভিন্ন রাজ্যে বন্ধ থাকবে ব্যাংক।

২১, মার্চ নওরোজ উপলক্ষে বিভিন্ন রাজ্যে বন্ধ থাকবে ব্যাংক।

২২ মার্চ বিহার দিবস ব্যাংক বন্ধ পাটনায়।

২৩, মার্চ ভগৎ সিং, সুখদেভ, রাজগুরু মৃত্যুদণ্ড দিবস, এই কারণে শুধু হরিয়ানায় ব্যাংক বন্ধ।

২৬, মার্চচতুর্থ শনিবার হওয়ার কারণে ব্যাংক বন্ধ।

২৭ মার্চ রবিবার হওয়ার কারণে ব্যাংক বন্ধ।

২৮, মার্চ ও ২৯ মার্চ এ দুইদিন ব্যাংক ধর্মঘট এর ডাক দিয়েছে ব্যাংক ইউনিয়ন।