সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশেষ ন্যাটো বাহিনীকে স’ক্রি’য় করা হলো, এবার কি লা’ভ হ’বে ইউক্রেনের?

গত বৃহস্পতিবার থেকেই ইউক্রেনের ওপর হামলা শুরু করেছে রুশ সেনাবাহিনী।আর সেই কারণেই ইউক্রেনের রাজনৈতিক সামাজিক অবস্থা একেবারে ভেঙে পড়েছে। তিন দিক থেকেই আক্রমণ চালাচ্ছে রাশিয়া, জলপথ আকাশপথ স্থলপথ। সূত্রের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছিল,হয়তো আগামী তিনদিনের মধ্যেই রুশ সেনাবাহিনী দখল করবে ইউক্রেনের রাজধানী কিয়েভে।

তবে এখনও সেটা করে উঠতে পারেনি রাশিয়া। কিন্তু আর কত আক্রমণ সহ্য করা যায়, এবার পাল্টা আক্রমণ চালাতে হয় বলে মনে করছে ন্যাটো দেশগুলো। তাই ইতিমধ্যেই ন্যাটো দেশগুলোর সুরক্ষা বজায় রাখতেই এক বিশেষ সেনাবাহিনী সক্রিয় করল ন্যাটো। আর কত চুপ করে থাকা যায়, এবার উচিত জবাব দেওয়ার সময় এসে গেছে বলেই মনে করছে ন্যাটোর জেনারেল টড ওলটার্স। আকাশপথ স্থল পথ ও জলপথ এই সমস্ত সেনাবাহিনীর সাথে সাথে, বিশেষভাবে সক্রিয় করা হয়েছে বিশেষ সেনাদের।

রাশিয়ার সাথে কোনভাবে সংঘাতে জড়াতে রাজি নয় আমেরিকা ও ন্যাটো। তাই ন্যাটো বাহিনীর বিশেষ সেনাবাহিনীর দল ইউক্রেনে গিয়ে সরাসরিভাবে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করবে না। মোটকথা রাশিয়ার এই আগ্রাসন থেকে ন্যাটো দেশগুলিকে সুরক্ষিত রাখতে, পূর্ব ইউরোপের মোতায়েন করা হয়েছে এই বিশেষ সেনাবাহিনী।

আরো পড়ুন: ম’র্মা’ন্তি’ক, পাওয়া গেলো শুধু মাথা! ১২ বছরের মেয়েকে জ্যা’ন্ত গি’লে খে’লো ২১ ফুটের কুমির

এদিকে আবার ন্যাটো মহাসচিব স্টলটেন বার্গ বিবৃতিতে জানিয়েছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন রুখতে, ক্রেমলিনের ওপরে চাপ সৃষ্টি করার জন্য ন্যাটো জোটকে আরও বেশী সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে। আমাদের আগামী দিনের জন্য চারদিক থেকে তৈরি থাকতে হবে। কোন ভাবেই আমাদের ভুল পদক্ষেপ গ্রহণ করা যাবে না।

আমাদের এই পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বিবেচনা নিতে হবে, যদি জন্য মূল্য দিতে হয় তাও দিতে হবে।সবকিছু মাথায় রেখেই প্রথমবারের জন্য ন্যাটোর বিশেষ সেনাবাহিনীকে সক্রিয় করা হচ্ছে। ন্যাটো রেসপন্স ফোর্সে ৪০ হাজার সেনা রয়েছে, তবে তার মধ্যে কতজন সেনাকে সক্রিয় করা হয়েছে তা এখনও স্পষ্ট জানা যায়নি।।