সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বি’রা’ট অফার PAYTM গ্রাহকদের জন্য, IRCTC থেকে টিকিট কা’টু’ন আগে, ঘু’রে এসে টা’কা দিন! জানুন বিস্তারে

এতদিন পর্যন্ত শুধুমাত্র গুগোল পে, ফোন পে এগুলোর মাধ্যমেই অনলাইন পেমেন্ট করা গ্রাহকরা আইআরসিটিসি থেকে টিকিট কাটতে পারতেন, কিন্তু এই সুযোগটা ছিল না পেটিএম ব্যবহারকারী গ্রাহকদের কাছে তবে বর্তমানে এই সুযোগটাও পেতে চলেছে পেটিএম ব্যবহারকারীর গ্রাহকরা।

পেটিএম ব্যবহারকারীর গ্রাহকরা আইআরসিটিসি থেকে যদি টিকিট কাটেন তবে পাবেন দুর্দান্ত একটি ফিচারস। টিকিট বিক্রি করে নিয়ে ভবিষ্যতে টাকা দিলেও হবে এরকম একটি দুর্দান্ত ফিচারস সুযোগ পাবে পেটিএম ব্যবহারকারীর গ্রাহকরা। এই ফিচারটির নাম হল “বুক নাও পে লেটার”।

ঘুরতে যাওয়ার সময় হয়েছে কিন্তু পকেটে নাই টাকা? কোন চিন্তা নেই আগে ঘুরে আসুন তারপরে টিকিট কাটুন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আইআরসিটিসি ক্ষেত্রে টিকিট কাটার সময় পেমেন্টের অনেক সমস্যা হয়, যার ফলে সময় মত অনেক সময় টিকিট বুক করা যায় না।

আরো পড়ুন: ব্যক্তিগত ঋণ নি’তে চাইছেন? জেনে নিন কোন ব্যাংক স’স্তা’য় আপনাকে টা’কা দিতে পারবে

কিন্তু পেটিএমের গ্রাহকরা এবার হাতে টাকা না থাকলেও টিকিট কেটে ফেলার মতো একটি সুযোগ পাবেন। সময় মত টাকা না দেওয়ার জন্য পরে অতিরিক্ত কোন টাকার দিতে হবে না। পেটিএমে ৬০ হাজার টাকা পর্যন্ত টিকিট কাটা যাবে। টিকিট কেটে নেওয়ার ৩০ দিনের মাথায় এই টাকাটি ফেরত দিতে হবে।

সেই সঙ্গে যদি পেটিএম ব্যবহারকারী গ্রাহকরা ইএমআই এর দরুন টাকা দিতে চান সেটার ব্যবস্থা রয়েছে এই অ্যাপে। এক্ষেত্রে পোস্ট পেড অফারটির মাধ্যমে ইউজারদের কাছে পাঠিয়ে দেওয়া হবে কী কী খরচ হয়েছে সেই বিষয়ে একটি বিল, যা ৩০ দিনের মাথায় জমা দিতে হবে।

এই রকম অফারগুলি দেওয়া সত্বেও পেটিএম এর নিরাপত্তা বিষয়ে যথেষ্ট প্রশ্ন উঠে এসেছিল। নিরাপত্তা জনিত বিষয়ে বলা হয়েছিল যে যাবে যারা ইউজার হিসেবে রয়েছেন তাদের নানান রকমের ব্যক্তিগত তথ্য কখনোই লুকিয়ে থাকে না, ঐ গোটা ব্যাপারকে একদমই ভিওিহীন বলে মনে করেছেন পেটিএম। পেটিএম সংস্থার মতে পেটিএম একদমই সুরক্ষিত এখানে অনলাইন পেমেন্ট করা ও সুরক্ষিত।