Home চাকরি বি’রা’ট সুখবর কর্মচারীদের জন্য, ডাবল ডিজিট বেতন বা’ড়া’র সম্ভাবনা! ইনক্রিমেন্ট হতে পারে...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বি’রা’ট সুখবর কর্মচারীদের জন্য, ডাবল ডিজিট বেতন বা’ড়া’র সম্ভাবনা! ইনক্রিমেন্ট হতে পারে ৮.৬%

অতিমারির জন্য গত দু’বছরে আমাদের জীবনে এসেছে আমূল পরিবর্তন। জীবন ধারার পাশাপাশি এসেছে কাজের ক্ষেত্রে পরিবর্তন। বহু মানুষ হয়েছেন কর্মহীন, বহু ব্যবসা হয়েছে ক্ষতিগ্রস্ত। তবে এখন পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। আর কিছুদিন পরেই পুজো, পুজোর আনন্দে গা ভাসিয়ে দেওয়ার পাশাপাশি সকলে রয়েছে সাবধান, তৃতীয় ঢেউ যাতে কোনভাবে মানুষকে বিপর্যস্ত না করতে পারে, তার জন্য এখন থেকেই মানুষ প্রস্তুত হয়েছেন।

আগামী বছর টা সকলের জন্য ভালো হতে পারে, এমনই আশাবাদী বিশেষজ্ঞরা। আগামী বছরে বহু মানুষ নতুন কাজের মুখ দেখবেন, বহু মানুষের ব্যবসায় আরো একবার লাভ হবে। যারা কর্মরত তাদের জন্য রয়েছে সুখবর, আগামী বছরের ডবল ডিজিট বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গড় বেতন বৃদ্ধির পরিমাণ কমপক্ষে ৮.৬ শতাংশ হবে বলে মনে করা হচ্ছে। আইটি সেক্টরের ধীরে ধীরে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। নতুন কর্মী নিয়োগের পাশাপাশি ১২০- ১৩০ শতাংশ স্যালারি হাইক দিয়েও অনেককে নেওয়া হচ্ছে। সংস্থাগুলি আরো একবার কর্মীদের বেতন দিয়ে রাখতে রাজি। দু’বছর আগে যে ছবি ছিল একেবারে উল্টো, তারও একবার স্বাভাবিক হতে চলেছে।

করোনা যদিও এখনও পুরোপুরি নির্মূল হয়নি, কিন্তু এই করোনাকে নিয়ে চলতে আমরা সকলে শিখে গেছি।বিশেষজ্ঞরা আশাবাদী, আগামী বছর অর্থাত্‍ ২০২২-এ স্যালারি ইনক্রিমেন্ট কর্মীদের এ বছরের তুলনায় অনেকটাই ভালো হবে । সমীক্ষা বলছে, ২০২১-এ ৯০ শতাংশ সংস্থাই কর্মীদের ইনক্রিমেন্ট দিয়েছে গড়ে ৮ শতাংশ। ২০২০ তে যা ছিল ৪.৪ শতাংশ । অধিকাংশ সংস্থা গত বছর বেতন বাড়়ানোর কথা ভাবতেই পারেনি । বরং কর্মহীন হয়ে পড়তে হয়েছে প্রচুর সংখ্যায় মানুষকে । কিন্তু এই ট্রেন্ড বদলাচ্ছে । আগামী বছরে বেতন বাড়ার পরিমাণ ‘ডাবল ডিজিট’ বা দু’অঙ্কের হওয়ার সম্ভাবনা বেশি । অর্থাত্‍ ১০ শতাংশ বা তার বেশি।