সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

যাত্রায় অভিনয় শিখতে চে’য়ে আবেদন গবেষক-গ্র্যাজুয়েটদের, ইনকাম হবে বছরে মোটা টা’কা

যাত্রাপালা’ গ্রাম বাংলার জনপ্রিয় একটি অনুষ্ঠান। শহরের বাঙালিরা এহেন বিনোদন অনুষ্ঠানের নাম শুনে নাক সিঁটকান। কলকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষক, অধ্যাপক এমনকী স্নাতক পড়ুয়াও সেই যাত্রায় অভিনয় শিখতে চেয়ে আবেদন করেছেন ।

যাত্রাপালা এখনও গ্রামগঞ্জ-মফস্বলের বিনোদনের রোজগারের বিকল্প পথ।নবাগত শিল্পী হিসাবেই একটা শো থেকে ৩ হাজার টাকা। বছরে কমপক্ষে তিন লক্ষ টাকা রোজগার পাকা যাত্রাপালা থেকে।

১৫ দিন ধরে অভিনয় শেখানো হবে বাগবাজারে পশ্চিমবঙ্গ যাত্রা আকাদেমিতে। খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে জানানো হয়েছিল। একের পর এক আবেদনপত্র জমা পড়তে থাকে।

আরো পড়ুন: প্র’য়া’ত হলেন বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার

ন্যূনতম যোগ্যতার কোনও মাপকাঠি ছিল না। সংবাদপত্রে বিজ্ঞাপনের ভিত্তিতে সব আবেদনপত্র জমা পড়তে দেখা গেল যাত্রায় অভিনয় শিখতে চেয়ে আবেদন করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের এমফিল, গবেষক, স্নাতক।

অভিনয় শিখতে চেয়ে একশোজন আবেদন করেছিলেন। অডিশনের মাধ্যমে তাঁদের মধ্যে থেকে ৪৩ জনকে বেছে নেওয়া হয়েছে। ১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত তাঁদের শেখানো হবে যাত্রাপালায় অভিনয়ের খুঁটিনাটি।

এঁদের মধ্যে অনেকেই রয়েছেন কলকাতা এবং তার আশপাশের এলাকার বাসিন্দা। অনেকেই এসেছেন কয়েকশো ক্রোশ দূরের জেলা থেকে। পশ্চিমবঙ্গ সরকার তাঁদের থাকা-খাওয়ার বন্দোবস্ত করেছে ।