সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কিং কোহলির সম্পত্তির পরিমাণ ক’তো? দিন প্রতি কত উ’পা’র্জ’ন করেন ভারতীয় ব্যাটার?

আজকের দিনে ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র ইনি। মাঝখানে কয়েকটা বছর তার কেরিয়ারের গ্রাফ নিম্নমুখী হলেও চলতি টি-২০ বিশ্বকাপে তাঁর দুর্দান্ত পারফর্মেন্স ভারতবাসীকে মুগ্ধ করেছে। কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন – বিরাট কোহলি। ইতিমধ্যেই চারটে ম্যাচের মধ্যে তিনি তিনটেতে হাফসেঞ্চুরি করেছেন। আর পাকিস্তানের বিরুদ্ধে অত্যন্ত কঠিন সময়ে টিম ইন্ডিয়াকে জিতিয়ে দেওয়ার মুহুর্ত তো একেবারেই ভোলার নয়। টিম ইন্ডিয়ার এই প্রাক্তন অধিনায়কের মোট সম্পত্তির পরিমাণ জানেন কি! আজকের প্রতিবেদনের এটিই বিষয়।

বিরাট কোহলির নাম রয়েছে গোটা বিশ্বে সবথেকে ধনী ক্রিকেটারদের তালিকায়। বোর্ডের চুক্তি ভিত্তিতে প্রতিবছর কোটি টাকা পান বিরাট কোহলি। সূত্রের খবর, কোহলির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১২৭ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১,০৪৬ কোটি টাকা। তিনি প্রতি বছর গড়ে ১৫ কোটি টাকা উপার্জন করে থাকেন। হিসাব অনুযায়ী, বিরাটের মাসিক উপার্জন প্রায় ১,২৫,০০,০০০ টাকার কাছাকাছি। প্রতি সপ্তাহে তিনি ২৮,৮৪,৬১৫ টাকা উপার্জন করেন। আর একদিনে তাঁর আয় প্রায় ৫,৭৬,৯২৩ টাকা।

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে একাধিক কৃতিত্ব অর্জন করেছেন তিনি। প্রতি বছর আইপিএল টুর্নামেন্ট খেলে এবং BCCI-এর A+ চুক্তিবদ্ধ হওয়ার কারণে তিনি প্রতিবছর ৭ কোটি টাকা করে পান। যদিও তা ম্যাচের ফরম্যাট অনুসারে চেঞ্জ হয়। সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি আপলোড এবং বিভিন্ন নামীদামি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবেও বিরাট কোহলি প্রচুর অর্থ উপার্জন করে থাকেন। পাশাপাশি বেশ কয়েকটি সংস্থায় বিনিয়োগ করে রেখেছেন বলেও ভালোমতো রিটার্ন পান।

আরো পড়ুন: দীঘায় মৎস্যজীবীর জা’লে উ’ঠ’লো জলপরী! রাতারাতি লাখপতি

আবার উপার্জনের একটা মোটা অংশ বিভিন্ন এন্ডোর্সমেন্ট থেকেও আসে। মান্যবর, এমপিএল, পেপসি, ফিলিপ্স, ফাস্টট্র্যাক, বুস্ট, অডি, এমআরএফ, হিরো, ব্যাল্বোলিন, পুমার মতো ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকে বিরাট কোহলি প্রচুর অর্থ উপার্জন করেন। পাশাপাশি Blue Tribe, Chisel Fitness, Nueva, Galactus Funware Technology Pvt. Ltd, Sport Convo এবং Digit-এর মতো সংস্থায় বিরাট কোহলির শেয়ার রয়েছে। শোনা যাচ্ছে, সম্প্রতি প্রয়াত গায়ক কিশোর কুমারের একটি বাংলো ভাড়ায় নিয়েছে বিরাট কোহলি এবং সেখানে একটি রেস্তরাঁ খুলেছেন।

সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলির রয়েছে ২২০ মিলিয়ন ফলোয়ার। এছাড়া ইনস্টাগ্রামের সবথেকে চর্চিত সেলিব্রিটিদের তালিকাতেও তাঁর নাম রয়েছে। ফলোয়ারদের পরিসংখ্যানে স্পোর্টস সেলিব্রিটিদের মধ্যে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরই তৃতীয় স্থানে বিরাট কোহলি। Hooper HQ 2022 ইনস্টাগ্রাম রিচ তালিকায় শীর্ষ-২০’র মধ্যে ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার পর বিরাট কোহলিই একমাত্র এশিয়ান।

আর সেই কারণেই বিরাট তাঁর এক একটা ইনস্টা পোস্টের জন্য ৮.৯ কোটি টাকা পান। বিরাট কোহলির বিভিন্ন বিলাসবহুল গাড়ির খুব শখ রয়েছে। কোহলির গ্যারাজে অসংখ্য বিলাসবহুল গাড়ির ভিড়। জানা যায়, বিরাট কোহলির কাছে প্রায় ৬টি লাক্সারি কার রয়েছে। কালেকশনের দিক থেকে কোহলির কাছে রয়েছে Audi Q7 (৭০ থেকে ৮০ লাখ টাকা), Audi RS5 (প্রায় ১.১ কোটি টাকা), Audi A8L W12 Quattro (প্রায় ১.৯৮ কোটি টাকা), Land Rover Vogue (প্রায় ২.২৬ কোটি টাকা), Audi R8 LMX (প্রায় ২.৯৭ কোটি টাকা)।

আবার কিছু মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, তাঁর কাছে রয়েছে Bentley Flying Spur (প্রায় ১.৭০-৩.৪১ কোটি টাকা) এবং Bentley Continental GT (প্রায় ৩.২৯ থেকে ৪.০৪ কোটি টাকা)। যদিও এই গাড়িগুলো নাকি তাঁর নামে এখনও কেনা হয়নি বলেই খবর।