সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আজও সেই ১১ তারিখ, সেদিনও ছিল ১৭৩৭ সালের ১১ অক্টোবর, কি হয়েছিলো?

বেঙ্গল সাইক্লোনের কথা কি মনে আছে আপনাদের? সালটা ছিল ১৭৩৭ সাল, আর সেবারও কিন্তু ছিল ১১ অক্টোবর। একেবারে কাউকে কিছি না জানিয়ে গভীর রাতে হানা দিয়েছিল সে। যার কারণেই বিপর্যয়ের সংখ্যা ছিল অনেক, তবে শুধু কি ঘূর্ণিঝড় সাথে ছিল্ল ভূমিকম্প যার কারণেই হুগলি নদীতে দেখা গিয়েছিল ভয়ংকর জলোচ্ছ্বাস।

গঙ্গায় সেই সময়ে ঢেউ দেখা গিয়েছিল বিশাল বড় বড়। একেবারে সুনামি বললেও ভুল বলা হবে না। স্বাভাবিক ভাবেই আগাম কোনো সতর্কতা বার্তা না দিয়ে রাতের অন্ধকারে হানা দিয়েছিল সে। তাই একেবারে ২০ হাজারের বেশি জলযান একেবারে তলিয়ে গিয়েছিল।

গ্রেট বেঙ্গল সাইক্লোন অব ১৭৩৭ বলেই পরিচিত ছিল এই সুনামী কিংবা ঘূর্ণিঝড় । যাই বয়াল হয়ে থাক না কেন। সব কিছুই এই পরিস্থিতির সাথে খাটবে। আসলে তখন নাকি ঝড়ে জলে একেকার হয়ে ৪০ ফিট অবধি জলোচ্ছ্বাস দেখা দিয়েছিল।

আরো পড়ুন: সোজাসজি পশ্চিমবঙ্গেই আ’ঘা’ত করতে পারে সিত্রাং ঘূর্ণিঝড়! দা’বি করলো মার্কিন আবহাওয়া পূর্বাভাস মডেল

যেটার মাপ আজকের দিনে ৪ তলা বিল্ডিং এর সমান। ৬ ঘন্টা টানা বৃষ্টি যার কারণে ৩৮১ মিলিমিটার বৃষ্টি হয়েছিল, যার কল্পনা করলেই এখন ভয় লাগে গা শিউড়ে ওঠে। কারণ তখনকার সময়ে মৃত্যু হয়েছিল প্রায় ৩ লক্ষ মানুষের। শুনে কি বিশ্বাস হয়?