সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাশিয়ান ট্যাংককে রু’খ’তে ব্রিজ সহ নিজেকেই উ’ড়ি’য়ে দিলেন ইউক্রেনের সৈনিক, রইলো ভিডিও

বর্ডার সিনেমার সেই ক্লাইমেক্সের দৃশ্যটা কি মনে আছে আপনাদের? সুনীল শেঠি নিজের গায়ে বোমা বেঁধে শত্রুপক্ষের ট্যাঙ্কের দিকে এগিয়ে যায়, শত্রুপক্ষের ট্যাঙ্ক ও নিজেকে শেষ করে দিয়ে, নিজের দেশের জন্য আত্ম বলিদান দেয় সে। যদি বলি এই ঘটনায় এবার ঘটেছে বাস্তবে, ইউক্রেন রাশিয়ার সম্বন্ধে আশা করি আর কিছু বলার অপেক্ষা রাখে না।

এবার ইউক্রেনের এক সেনা ঠিক এই পথটা কেই বেছে নিয়েছে, রাশিয়ার ট্যাংক যাতে সেতুর উপর দিয়ে ইউক্রেনের প্রবেশ করতে না পারে, সেই জন্য নিজের গায়ে বোমা বেঁধে নিজেকে উড়িয়ে দিয়েছে সে। আর সেই কারণেই আটকে পড়েছে রাশিয়ার সেনাবাহিনী। রাশিয়ার সেনাবাহিনীকে ইউক্রেনের মূল ভূখণ্ডে প্রবেশ করার জন্য হেনিচেস্ক সেতু পার হতে হয়। রাশিয়ার সেনাবাহিনী গাড়ি ও কামান নিয়ে সেই পথ ধরেই ইউক্রেনের প্রবেশ করার পরিকল্পনা করছিল।

কিন্তু তাদের সেই পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ইউক্রেনের এক সেনা ভিতালি স্কাকুন ভলোদিমিরোভিচ। নিজের জীবনকে বিপন্ন করে দেশের সুরক্ষার স্বার্থে তারেই আত্ম বলিদান সত্যিই চোখে জল আনার মত।যখন সে দেখতে পেল আর কোন উপায় নেই রাশিয়ার সেনাবাহিনীর দলে দলে সেই সেতুর দিকেই এগিয়ে আসছে, আরেকটু হলেই তারা প্রবেশ করবে ইউক্রেনের মূল ভূখণ্ডে।

আরো পড়ুন: বিশেষ ন্যাটো বাহিনীকে স’ক্রি’য় করা হলো, এবার কি লা’ভ হ’বে ইউক্রেনের?

তৎক্ষণাৎ নিজের গায়ে বোমা বেঁধে , সেতুর ওপর দাঁড়িয়ে ব্রিজসহ উড়িয়ে দিল নিজেকে। যার ফলে এই সাথে সাথে চার লেনের সেই সেতু ধ্বংস হয়ে গেল রুশ সেনাবাহিনীর চোখের সামনে। তিতালির মতো সেনার উদাহরণ এখন ইউক্রেনের প্রত্যেকটি সেনাবাহিনীর মুখে ঘুরে বেড়াচ্ছে। তাকে দেওয়া হবে সর্বোচ্চ জাতীয় বীর সম্মান।

তিতালির সাথে থাকা সহযোদ্ধারা জানায়, সেই সেতুর ওপর মাইন পাতার কাজ করছিল সে।কিন্তু দূর থেকে এসে লক্ষ করে রুশ সেনাবাহিনীর দলে দলে এগিয়ে আসছে ইউক্রেনের মূল ভূখণ্ডের দিকে। এই খবর আমরা তিতালিকে জানাই, সে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় যদি মাইন বসিয়ে সে ফিরে আসে, তাহলে কোনোভাবেই রাশিয়ার সেনাবাহিনীকে আটকানো সম্ভব হবে না।

তাই নিজের গায়ে বোমা বেঁধে ব্রিজসহ নিজেকে উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সে। এই কথা বলার পরই দূর থেকে শোনা যায় এক বিস্ফোরণের শব্দ, যেখানে দেখা যায় চার লেনের সেই ব্রিজ ভেঙে পরেছে ও দূরে দাড়িয়ে রয়েছে রুশ সেনাবাহিনীর দল।