সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভারতের এই গ্রা’মে আছে হাজার হাজার কোবরা, খো’লা থাকে ঘরের দরজা! খেলা ক’রে বাচ্চাদের স’ঙ্গে

সাপ নিয়ে খেলা মানেই জীবন নিয়ে খেলা। এই কথাই শুনে আসছি ছোট বেলা থেকেই। কিন্তু মহারাষ্ট্রের একটি গ্রামের গল্প শুনলে আপনার ধারণাই একেবারে বদলে যাবে।

সাপের কামড় কি ধরনের বড় অঘটন ঘটাতে পারে সেটা আর নতুন করে বলার কিছুই নেই। কিন্তু এমন একটি গ্রাম আছে যেখানে কিনা কোবরার সাথেই বাস করে গ্রামবাসী।

আমাদের দেশে সাপকে দেখে সবাই ভয় পায়, আবার সাপকে ভগবান রূপে পুজাও করা হয়। শিব ঠাকুরের গলায় সাপ থাকে, মনসা দেবীর বাহন সাপ। মন্দিরে সাপ দেখলে আমরা প্রণাম করি। কিন্তু ঘরের মধ্যে সাপ নিয়ে থাকা।

আরো পড়ুন: মমতাকে পুরষ্কার দেওয়ায় প্র’তি’বা’দে ই’স্তা’ফা

এটা কি একটু বাড়াবাঁড়ি নয়? এই ধরনের একটি গ্রাম রয়েছে মহারাষ্ট্রের পুণে থেকে ২০০ কিমি দূরে শোল্পুর জেলায়, গ্রামের নাম শেতপাল। এই গ্রামের মানুষই নাকি সাপের জন্য দরজা খুলে রাখে, এক প্রকার সাপের সাথেই এক ঘরে থাকে তারা।

শুনে অবাক হচ্ছেন, অবাক হওয়াটা স্বাভাবিক। ঘরের দরজা খোলা রাখা হয় সর্বদা সাপের জন্য। এমনকি ঘরের মধ্যে বিশেষ গর্ত কোণা রয়েছে সাপ থাকার জন্য। বিছানায় বাচ্চা শুয়ে আছে তাঁর পাশেই বিষধর কোবরা সাপ শুয়ে আছে।

আরো পড়ুন: ২৪ ঘন্টা যে কোনো স’ম’স্যা শুনবেন সোহম চক্রবর্তী, ফোন নম্বর দিয়ে চা’লু হ’লো “দরবারে বিধায়ক”

ভাবলেই তো কেমন গা সিউড়ে উঠছে। সাপকে সবাই ভগবান রূপে পুজা করে, এই গ্রামের মানুষ যেন আরও একটু বেশী। বহু যুগ ধরেই এই নীতি এমে আসছে গ্রামের মানুষ। কিন্তু অবাক করা বিষয় হল এখনও পর্যন্ত কাউকে সাপে কামড়ায়নি সেই গ্রামে।

বাড়ি থেকে শুরু করে স্কুলের ভেতরে সাপ ঢুকে পরে। সেখানেই বিশ্রাম নেয় সাপ। কেউ কোনোভাবেই তাড়ায় না তাঁদের। আর কেউ ভয়ও পায় না। ছোট থেকে গ্রামের বাচ্চারা এভাবেই মানুষ হয়ে আসছে। সাপের সাথে থেকে থেকে। এই ভাবে মানুষ ও সাপের মেল বন্ধন সত্যি অবাক করা।