সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার কি আইনি জ’টে শোভন চ্যাটার্জি? CBI তদন্তের নি’র্দে’শ হাইকোর্টের

এতদিন তিনি খুব শান্তিতেই ছিলেন তাঁর বান্ধবীড় সাথে। বলা যায় একরকম রাজনৈতিক দল থেকে আলাদাই ছিলেন তিনি। তিনি আর তাঁর বান্ধবী দুইজনেই খুব শান্তিতে নিজেদের জগতের মধ্যেই হাসি নাচ গান নিয়েই মত্ত ছিলেন।

হঠাত করে এসব কি আবার? কাদের কথা বলছি আশা করি বুঝতে পারছেন, হ্যা একদম ঠিক ধরেছেন শোভন-বৈশাখী। তাঁদের জুটি বঙ্গ রাজনীতিতে দারুণ জনপ্রিয়। একজনের নাম এখন একা নেওয়া হয় না। কিন্তু তাঁদের খুশির মধ্যে এবার কেউ যেন জল ঢেলে দিল, আর সেটা করল কলকাতা হাইকোর্ট।

আসলে শোভন চ্যাটার্জী যখন কলকাতার মেয়র ছিলেন তখন ত্রিপুরা ভবন নামে কিছু একটা হেরিটেজ অংশ বিক্রি করা হয়েছিল। এবার সেই বিক্রির মামলাতেই হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা শোভনের বিরুদ্ধে সিবি আই তদন্তের নির্দেশ দেয়।

আরো পড়ুন: স্বাস্থ্যসাথী নিয়ে কি স’ঠি’ক ত’থ্য মমতা ব্যানার্জির কা’ছে পৌঁছাচ্ছে? কি বলছেন Dr. কুনাল সরকার

জানা যায় এই ঘটনাটি প্রায় ১০ বছর আগের। সেখানে রাজ্যের হেরিটেজ কমিশনের চেয়ারম্যান নাকি ছিল শিল্পী শুভাপ্রসন্ন, এবার তাঁর নামও জড়ায়। এই বিষয় নিয়ে প্রাক্তন মেয়রের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।

শুধু কি তাই, এর আগে নাকি সিবি আই ডেকে পাঠায় তাকে আইকোর মামলায়। সিবি আই সূত্রে জানা গেছে, যখন শোভন চ্যাটার্জী কলকাতার মেয়র ছিলেন তখন শহরের ঐতিহ্যবাহী উত্তম মঞ্চকে আইকোর সংস্থার কাছে, বলা যেতে পারে বেআইনি অর্থলগ্নী সংস্থার কাছে বিক্রি করা হয়।

এদিকে আবার নারদা মামলাতেও তাকে নিজাম প্যালেসে একদা হাজিরা দিতে হয়েছিল। এবারও যেন সমস্ত জল সেই দিকেই গড়াচ্ছে, অন্যান্য মন্ত্রীদের মতো তারও কবে নিজাম প্যালেসে যাওয়ার ডাক পরে সেটাই দেখার।