সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২৪ ঘন্টা যে কোনো স’ম’স্যা শুনবেন সোহম চক্রবর্তী, ফোন নম্বর দিয়ে চা’লু হ’লো “দরবারে বিধায়ক”

দুয়ারে সরকার কর্মসূচীর সফলতার পরে এবার দুয়ারে দুয়ারে বিধায়ক কর্মসূচী চালু করলেন অভিনেতা সোহম চক্রবর্তী। সাধারণ মানুষের অসুবিধার কথা এবার তিনি শুনবেন মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে।

মোট কথা জন সংযোগ বাড়ানোর লক্ষ্যে এই ধরনের পদক্ষেপ গ্রহণ। চন্ডীপুরের তৃণমূল বিধায়ক চালু করলেন এই কর্মসূচী, যার নাম রাখা হয়েছে দরবারে বিধায়ক। গতকাল সোমবার এই কর্মসূচীর সূচনা করা হয়।

অভিনেতা সোহম চক্রবর্তী রবীন্দ্র জয়ন্তীর সন্ধ্যায় একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে এই কর্মসূচির সূচনা করা হয়।এই বিষয় নিয়ে বিধায়ক সোহম চক্রবর্তী জানিয়েছেন, সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগ ও সমস্যা সরাসরি তাকে জানাতে পারেন সহজেই।

আরো পড়ুন: আজ রাতেই ঘূর্ণিঝড় “অশনি” আ’ছ’ড়ে পড়বে, তুমুল বৃষ্টিপাত নিয়ে স’ত’র্ক করলো হাওয়া অফিস

এই নম্বরে ৮২৭৬০ ৮১৩২৮ , ২৪×৭ পরিষেবায় তাঁকে ফোন করা যাবে। আমরা সবাই জানি চন্ডীপুর বিধানসভা থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। এবার মানুষের উদ্দেশ্যে তিনি এই কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছেন।

আমরা সবাই জানি সোহম একজন ভালো মানের অভিনেতা। বিধায়ক ও সাথে অভিনেতা, যে কারণে তাকে নিজের বিধানসভা কেন্দ্রের বাইরেই থাকতে হয়।

তাই এবার মানুষের সাথে সংযোগ বাড়ানোর জন্য মানুষের কাছে আসার জন্য তাঁদের সমস্যা অভিযোগ শোনার জন্য এই কর্মসূচির সূচনা।