সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্বাধীন ভারতের প্রথম ভো’টা’র ৩৪ তম ভো’ট দিলেন, বয়স এখন মা’ত্র ১০৬

দেশের প্রথম ভোটার শ্যামশরণ নেগি হিমাচলের নির্বাচনে ভোট দিলেন। তবে এবার তিনি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। এবার ভোট দেওয়ার পরে তিনি যুবকদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন।

এই মুহূর্তে স্বাধীন ভারতের প্রথম ভোটার শ্যামশরণ নেগির বয়স ১০৬। এদিন কল্পায় তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছিলেন কিন্নর জেলার আধিকারিকরা। পোস্টাল ব্যালটে তিনি ভোট দেন।

ভোটদানের পরে তিনি যুবকদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানান। তিনি আরও বলেন, ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচনে অংশগ্রহণ করা শুধু মাদের অধিকার নয়, আমাদের কর্তব্যও বটে।

আরো পড়ুন: ভা’বা যায়! কলকাতা প্রতিদিন গড়ে দেড় কো’টি ডিম খে’য়ে নে’য়!

শ্যামশরণ নেগি এবারও বুথে গিয়ে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু তাঁর স্বাস্থ্য ভাল না হোয়ার কারণে পরিবারের সদস্যরা বাড়িতেই ভোট দেওয়ার সিদ্ধান্ত নেন।


এব্যাপারে জেলাপ্রশাসনের তরফেও সাহায্য মেলে। কিন্নরের জেলাশাসক আবিদ হুসেন সাদিক এদিন নেগিকে টুপি এবং শাল দিয়ে সম্মানিত করেন।