সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আবাস যো’জ’না প্রকল্প থেকে বাংলায় প্রায় ১০ লক্ষ নাম কা’টা গে’লো!

ইতিমধ্যেই প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্য সরকারের ওপরে চাপ সৃষ্টি করা হয়েছে, যার কারণেই রাজ্য সরকারও এবার উপভোক্তাদের ওপরে কড়া ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। বিশেষ করে তালিকা তৈরী করার জন্য রাজ্য সরকার কড়া মনোভাব ফুটিয়ে তুলেছে। তালিকায় যাদের নাম ভুল বশত বা যারা যোগ্য নয় তাদের নাম নিমেষেই কেটে ফেলা হচ্ছে।

আর তার কারণেই রাজ্য জুড়ে মোট ১০ লক্ষ মানুষের নাম কাটা হয়েছে। তবে এই নামকাটা যাওয়ার কারণ হিসেবে জানা গেছে জব কার্ড ডুপ্লিকেশন, এখানেই শেষ নয় পরবর্তীতে যাতে কোনো উপভোক্তা প্রশ্ন তুলতে না পারে,তার নাম কাটা নিয়ে। সেই জন্য উপভোক্তাদের নাম কাটার কারণ হিসেবে নবান্নএর নির্দেশে ছবি ও অন্যান্য তথ্য সংগ্রহ করা হয়েছে।

দক্ষিণ ২৪ পরগণা জেলায় ১ লক্ষ মানুষের নাম কাটা পরেছে। ইতিমধ্যেই কিন্তু আবাস প্লাস তালিকার কাজ শেষ পর্যায়ে এসে গেছে। প্রথম দফায় আশা কর্মীদের দ্বারা ভেরিফিকেশন করা হয়েছিল, তারপরেই বিডিও, পুলিশ ও জেলা প্রশাসনের আধিকারিকদের দ্বারা ভেরিফিকেশন করা হয়েছে, আর সেখানেই বহু মানুষের নাম বাদ পরেছে। সুপার চেকিং যাকে বলে, সমস্ত কাজ অনেক জায়গায় শেষ, আবার কিছু জায়গায় শেষ পর্যায়ে।

আরো খবর: হয়তো নীল-সাদা জার্সিতে শে’ষ দেখা যা’বে মেসিকে! আপনি তৈ’রি তো?

আর তার জন্যই জানা যাচ্ছে রাজ্য থেকে মোট ১০ লক্ষ মানুষের নাম বাদ পরেছে ইতিমধ্যেই। এমনও অনেক মানুষকে খুজে পাওয়া গেছে যে, এক বাড়িতেই একাধিক জব কার্ড। এর সাথে শাসক দলের নেতা মন্ত্রীদের নামও ছিল তালিকায়, যেটা প্রকাশ্যে আসতেই নাম কাটানোর জন্য উঠে পরে লেগেছিল সবাই।

কেন্দ্রের নির্দেশ মতো রাজ্য সরকার চাইছে ৩১ ডিসেম্বরের মধ্যেই টাকা পাঠাতে উপভোক্তাদের একাউন্টে। এবার সরাসরি টাকা দেওয়া হবে উপভোক্তাদের ব্যাঙ্ক একাউন্টে, যাতে কোনো ধরনের কারচুপি না হয়।