সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

যদি মানুষ পৃথিবীতে ধ্বং’স হয়ে যায়! তখন কোন জীব বেশি বু’দ্ধি’মা’ন হি’সে’বে প্রতিপন্ন হ’বে?

পৃথিবীর সমস্ত প্রাণীর মধ্যে মানুষ একমাত্র বুদ্ধিমান প্রাণী। তাই এই পৃথিবীকে বলতে গেলে শাসন করে মানুষ। তবে আচমকা যদি মানুষ পৃথিবী থেকে অবলুপ্ত হয় তাহলে পৃথিবীতে রাজত্ব করবে কে? বৈজ্ঞানিক গবেষণা থেকে উঠে এলো কিছু চাঞ্চল্যকর তথ্য। গবেষণা রিপোর্ট অনুযায়ী পৃথিবী থেকে যদি মানুষ নিশ্চিহ্ন হয়ে যায় তাহলে মানুষের জায়গা নেবে অন্যান্য বুদ্ধিমান প্রাণীরা।

এই রিপোর্টে দাবি করা হয়েছে পৃথিবী থেকে মানুষ অবলুপ্ত হলে ভবিষ্যতে বেশ কিছু প্রজাতির মধ্যে মিলন হতে পারে। এভাবেই তাদের মধ্যে বিকাশ ঘটবে। বিভিন্ন প্রকারের জীব একইরকমের বুদ্ধিমত্তা গ্রহণ করবে। বিভিন্ন ঋতু থেকে নিজেদের বাঁচাতে, শরীরের ইমিউনিটি গঠন করতে এবং মস্তিষ্কের বিকাশ ঘটাতে হবে এই মিলন। মেরু প্রদেশের থাকা পোলার বিয়ার গ্রিজলি বিয়ারের সঙ্গে সম্বন্ধ তৈরি করতে পারে যাতে তারা ঠাণ্ডা এলাকাতে বেঁচে থাকতে পারে।

Chimpanzees seem to 'speak' in sentences of three or more calls | New Scientist

আর একটি গবেষণাপত্রে মাছের কথা উল্লেখ করা হয়েছে। জলের মধ্যে থাকার জন্য তাদের শরীর টর্পেডোর মত হয়। তাদের শরীরের গঠন এমন হয় যাতে তারা জলের মধ্যে ব্যালেন্স তৈরি করে থাকতে পারে। তাদের রক্ত গরম হয়। মাছের মধ্যে আবার ডলফিন জলের মধ্যে নিঃশ্বাস নিতে পারে। ডলফিন বেশ বুদ্ধিমান প্রাণী যারা মানুষের সঙ্গে বন্ধুত্ব করে।

Polar Bear | Species | WWF

ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারের গবেষণায় রিপোর্টে উল্লেখ করা হয়েছে মানুষ পৃথিবীতে একমাত্র প্রাণী যারা শহর, সড়ক, সেতু, ইমারত গঠন করতে পারে। অন্যান্য প্রাণীর মধ্যে এত বুদ্ধি নেই। কিন্তু মানুষ যদি অবৈধ হয় তাহলে অন্যান্য প্রাণীর বুদ্ধিমত্তা বেড়ে যেতে পারে। শিম্পাঞ্জি মানুষের মতোই বেশ বুদ্ধিমান প্রাণী। শিম্পাঞ্জি এবং বানর মানুষের পূর্বপুরুষ। এরা খুব তাড়াতাড়ি যে কোনও কাজ শিখে ফেলতে পারে।