Home রাজ্য হকারের দৌ’রা’ত্ম ট্রেন জু’ড়ে, ক্যাটারিং ম্যানেজারকে মা’র’ধ’র, ক’ড়া পদক্ষেপ নেবে রেল

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হকারের দৌ’রা’ত্ম ট্রেন জু’ড়ে, ক্যাটারিং ম্যানেজারকে মা’র’ধ’র, ক’ড়া পদক্ষেপ নেবে রেল

দূরপাল্লার ট্রেনে হকারদের দৌরাত্ম্য ক্রমাগত বাড়ছে। সম্প্রতি হাওড়া হয়ে গুয়াহাটিগামী একটি স্পেশ্যাল ট্রেনে সফরকালীন হকারদের বিরুদ্ধে ক্যাটারিং সংস্থার ম্যানেজারকে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অবশ্য নড়েচড়ে বসেছে রেল কর্তৃপক্ষ। হকারদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছেন তারা। পূর্ব রেলের আরপিএফ আইজির তরফ থেকে হাওড়ার আরপিএফকে এই মর্মে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে।

এবার থেকে ট্রেনে হকারদের দৌরাত্ম্য সামাল দিতে মাঝেমধ্যেই সারপ্রাইজ টেস্ট নিতে হবে বলে জানানো হয়েছে ওই নির্দেশিকায়। হকারদের বিষয়টিকে কড়া হাতে সামাল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, লকডাউনে কাজ হারিয়ে বহু মানুষ ট্রেনে হকারী করতে শুরু করেছেন। হাওড়া শিয়ালদহ থেকে দূরপাল্লার ট্রেনগুলিতে প্রতিদিন প্রচুর সংখ্যক হকার উঠছেন। ক্যাটারিং সংস্থাগুলির সঙ্গে তাদের রীতিমতো অশান্তি বেঁধে যাচ্ছে।

রেলের তরফ থেকে কর্পোরেট সংস্থা মারফত ঠিকাদার সংস্থা ক্যাটারিংয়ের ঠিকা দেয়। সেইমতো এদিন ক্যাটারিংয়ের তরফ থেকে যাত্রীদের চা দেওয়া হচ্ছিল। তখনই হকাররা ট্রেনে উঠে ক্যাটারিং সংস্থাকে চা দিতে বারণ করে। বাকবিতন্ডা থেকে রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায় তাদের মধ্যে। এমনকি ট্রেন ডানকুনিতে থামার পর ক্যাটারিং সংস্থার ম্যানেজারের উপর চড়াও হয়ে মারধর করেন তারা। এই ঘটনায় রেল কর্তৃপক্ষ হকারদের ওপর বেজায় চটেছে।

ঘটনার পর প্রথমে হাওড়া আরপিএফ কন্ট্রোলে খবর আসে। তারপর সেখান থেকে বর্ধমান আরপিএফ পোস্টকে মেসেজ মারফত সতর্ক করা হয়। ঘটনার পর থেকে অবশ্য এখনও কাউকে গ্রেফতার করা হয়নি বলেই জানা যাচ্ছে। ক্যাটারিং সংস্থার কর্মীদের এর আগেও চা, ঠাণ্ডা পানীয়ের মতো সামগ্রী বিক্রি করতে বাধা দিয়েছে হকাররা।