সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তোমার জন্য দলের নাম খা’রা’প হচ্ছে, বিধায়ক ইদ্রিস আলীকে ক’ড়া ক’থা শোনালেন মমতা

ইদ্রিস আলী, অন্যান্য তৃণমূল বিধায়কদের তুলনায় তিনি বারবার সংবাদ শিরোনামে একটু বেশি আসেন। আসলে কটু কথা এবং ইদ্রিস আলী দুটোই সমার্থক।আলটপকা মন্তব্য করতে পছন্দ করেন এই তৃণমূল বিধায়ক। বেশ কয়েকবার বিজেপিকে অসভ্য বর্বর কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে জামা খোলা ক্রিমিনাল, বিজেপি নেতা দিলীপ ঘোষকে দুধের সোনা বলে কটাক্ষ করেছেন তিনি।

এমনকি তৃণমূলের বিরুদ্ধে যারা কথা বলবেন তাদের মুখটাই পাল্টে দেওয়া হবে বলে হুনকার দিয়েছেন তিনি। এবার তাকে লাগাম টানতে বললেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তোমার কথাবার্তার জন্য আমাদের বিপদে পড়তে হচ্ছে এবার ভরার সভায় তাকে হুঁশিয়ার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইদ্রিস আলীর হুমকি নিয়ে বারবার শোরগোল উঠেছে রাজনৈতিক মহলে। কিন্তু বারবার তাকে সতর্ক করা হলেও তিনি যেন কোন ভাবেই সচেতন হতে চাননি। শুধু বিরোধী রাজনীতি নয় তার নিজের দলেও তাকে এক প্রকার কোণঠাসা করে ফেলা হয়েছিল তার এইসব মন্তব্যের কারণে।

আরো খবর: নি’য়ো’গ দু’র্নী’তিতে মাথায় হাত, তৃণমূল নেতার জামাই-মেয়ে সহ একই পরিবারের ৩ জন চা’ক’রি হা’রা’লে’ন

মুখ্যমন্ত্রীর কাছেও কেউ কেউ নালিশ জানিয়েছিলেন। সেই কারণে মুখ্যমন্ত্রী সরাসরি এবার তাকে সতর্ক করেছেন বলে মত দলীয় মহলের। ইদ্রিস অবশ্য দাবী করেছেন এমন কোন ঘটনাই নাকি ঘটেনি সোমবার বিধানসভা ভবনে তাকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি এই ব্যাপার অস্বীকার করে জানিয়ে দিয়েছেন আমাকে নেত্রী কিছুই বলেননি।

তবে দল সূত্রে খবর সামনেই পঞ্চায়েত ভোট। এই সময় দলের ভাবমূর্তি পরিষ্কার এবং স্বচ্ছ রাখতে হবে। মমতা অহেতুক কোন রকম বিতর্ক হোক তা চান না। আর রাজনীতিতে মুখের কথা একটা বড় ফ্যাক্টর। তাই কোনভাবে যাতে কোন কু কথার মাধ্যমে বিতর্ক সৃষ্টি না হয় দলের সেই দিকে সদা সতর্ক দৃষ্টি আরোপ করেছেন তৃণমূল সুপ্রিমো।