সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বয়স ৪০-র গ’ন্ডি পেরোলে কি পুরুষদের ‘যৌ’না’ঙ্গে’র’ দৈ’র্ঘ্য কমে আসে?

বয়স বাড়ার সাথে সাথে মানুষের দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের পরিবর্তন ঘটে, এটা একটা স্বাভাবিক বিষয়। তবে বিশেষজ্ঞদের মতে ‘পু’রু’ষা’ঙ্গে’ও পরিবর্তন আসে মানুষের। বয়স বৃদ্ধি হওয়ার সাথে সাথেই কম বেশী ক্ষতিকারক প্রভাব পরতে পারে লিঙ্গে।

তবে অবাক হওয়ার কিছুই নেই, কারণ এটি মানুষের জীবনচক্রের অন্তর্গত।এই নিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আসলে এই পরিবর্তন মানুষের দেহে বিভিন্ন কারণে ঘটতে পারে।

লিঙ্গে থাকে এক ধরনের ভাস্কুলার ট্যিসু, সেখানে যখন রক্তচলাচল হয় তখনই লিঙ্গ দৃঢ় হয়ে ওঠে। আর সেটা বয়স বাড়ার সাথে সাথে কিছুটা হলেও কম বেশী হতে পারে।

আরো পড়ুন: এবার থে’কে সহজেই বাগডোগরা এয়ারপোর্ট থেকে দার্জিলিং পৌঁ’ছা’নো যা’বে, চালু এসি বাস সার্ভিস

আসলে বয়স বাড়লে সেই রক্তপ্রবাহের দেওয়ালে কম বেশী স্নেহ পদার্থ সঞ্চিত হয়। যার কারণে দেখা দিতে পারে লিঙ্গ শিথিলতা। এর সাথে যদি ব্যাক্তির শারীরিক অন্য কোনো সমস্যা থাকে তাহলে তো কথাই নেই।

বিশেষ করে উচ্চ রক্তচাপ, কোলেস্টেরোলের সমস্যা এই সব কিছু আরও কঠিন সমস্যার সম্মুখীন করে তুলতে পারে মানুষকে।আমাদের দেহে যে কোষ রয়েছে, তাঁর স্বাস্থ্যহানী ঘটে দেহের বয়স বৃদ্ধি হলে।

পাশাপাশি তলপেটে চর্বি জমলে তখন লিঙ্গ আকারে ছোট দেখাতে পারে। কারণ লিঙ্গে কখনও ফ্যাট জমে না, তাই বিশেষজ্ঞরা জানিয়েছেন বয়স যত বৃদ্ধি পায় তত কোলাজেন সঞ্চয় বাড়ে লিঙ্গে।

যা দারুণ ক্ষতি করে লিঙ্গের। তাই পু’রু’ষা’ঙ্গে’র স্বাস্থ্য ঠিক রাখতে হলে নিয়মিত করতে হবে শরীর চর্চা।