সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চিনির দাম বা’ড়’বে না তো? আ’শ’ঙ্কা প্রকাশ করেই রফতানিতে রা’শ টা’ন’তে চলেছে সরকার

বর্তমান মূল্য বৃদ্ধির বাজারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম নিয়ন্ত্রণে আনার জন্য সচেষ্ট কেন্দ্রীয় সরকার। এমতাবস্থায় চিনির দাম যাতে বৃদ্ধি না পায় তার জন্য চিনি রপ্তানিতে নিয়ন্ত্রণ আনার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার।

ঘরোয়া বাজারে মুদ্রাস্ফীতি রোখার জন্য বছরে চিনি রপ্তানি 8 থেকে 10 মিলিয়ন টনের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাব আপাতত পর্যালোচনার পর্যায়েই রয়েছে। অক্টোবর থেকে সেপ্টেম্বর পর্যন্ত চিনি রপ্তানির মরসুম চলে।

এখন যদি চিনি রপ্তানির ওপর রাশ টানা হয় তাহলে 6 বছর সে রকম কোনো পদক্ষেপ করবে কেন্দ্রীয় সরকার। 2016 সালে চিনি রপ্তানির ক্ষেত্রে নিয়ন্ত্রণ আনা হয়েছিল। চিনি রপ্তানির উপর কুড়ি শতাংশ রপ্তানি শুল্ক চাপানো হয়েছিল।

আরো পড়ুন: আপনি কি উত্তরবঙ্গ আ’স’তে চাইছেন? আগামী সপ্তাহে বহু ট্রেন বা’তি’ল

বিশ্বে চিনির দ্বিতীয় বৃহত্তম উৎপাদক ভারত। ব্রাজিলের পরেই ভারতের স্থান। এমতাবস্থায় ভারত রপ্তানিতে রাশ টানলে বিশ্বের বাজারে চিনির দাম বেড়ে যাবে। ভারতে এই মুহূর্তে রেকর্ড চিনি উৎপাদন হচ্ছে বলে জানা গিয়েছে। সেইসঙ্গে রপ্তানি বেড়েছে।

যার ফলে আগামী দিনে ভারতে চিনির দাম বাড়তে পারে। তাই এখন থেকেই চিনির দাম নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করা হচ্ছে।2020-21 অর্থবছরে ভারত থেকে সাত মিলিয়ন টন চিনি রপ্তানি হয়েছিল। 2017-18 সালের তুলনায় রপ্তানি ছয় গুণ বেশি হয়েছিল। রপ্তানি শুল্ক বসিয়ে রপ্তানির সীমাবদ্ধতার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।