Home রাজ্য প্লেনে কোচবিহার টু কলকাতা মাত্র ৯৯৯ টা’কা’য়, কবে থেকে চা’লু হবে পরিষেবা?

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্লেনে কোচবিহার টু কলকাতা মাত্র ৯৯৯ টা’কা’য়, কবে থেকে চা’লু হবে পরিষেবা?

বাংলার মানুষের কাছে বিমান চড়া এখন হাতের মুঠোয়। ১০০০ টাকার কমেই চড়তে পারবেন বিমান। কি ভাবছেন স্বপ্ন কিন্তু একেবারে সত্যিই আর এমনটাই সম্ভব হবে কোচবিহার থেকে কলকাতায় আসবার সময়। কোচবিহার টু কলকাতা রুটে ১৫ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বিমান পরিষেবা।

শুক্রবার এই নতুন বিমানবন্দর পরিদর্শনে এসে এমনটাই জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিধায়ক নিশীথ প্রামানিক। বহুকাল আগে কোচবিহারে বিমান পরিষেবা চালু ছিল যদিও বাম আমলে সেই পরিষেবা বন্ধ হয়ে যায়। ২০১১ সালে নতুন সরকার এই পরিষেবা চালু করেন তবে শুধুমাত্র এগারো দিনের জন্য চালু ছিল।

তারপর নানান জটিলতায় এই বিমান পরিষেবা আর স্থায়ী হয়নি। উত্তরবঙ্গের মানুষের একমাত্র ভরসা ছিল বাগডোগরা বিমান বন্দর। ২০১৯ সালে সংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর জুলাই মাসে শেষে বেসরকারি বিমান সংস্থার বিমান নিয়ে কোচবিহারে একটি বৈঠকে বসেন নিশিথ প্রামানিক।

আরো খবর: সঞ্জয় দত্তকে ছোঁয়ার অ’প’রা’ধে অপমান হতে হয়েছিল সুপারস্টার দেবকে!

তিনি জানান কোচবিহার বিমানবন্দর থেকে খুব তাড়াতাড়ি শুরু হবে এই পরিষেবা। বিমানবন্দরের নিরাপত্তা এবং দমকল পরিষেবা নিয়ে যদিও নানান রকম তালবাহানা শুরু হয়েছিল। রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রের সংঘাত তৈরি হয় এই বিমান পরিষেবা নিয়ে।

সম্প্রতি উড়ান প্রকল্পে এই বিমানবন্দর থেকে যাত্রী পরিষেবা চালু করতে উদ্যোগী হয় কেন্দ্র। শুক্রবার বিমানবন্দর পরিদর্শনে যান সংসদ। কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। ১৫ ই ফেব্রুয়ারি থেকে কোচবিহার কলকাতা বিমান পরিষেবা চালু হবে বলে সবুজ সংকেত দেন তিনি। প্রতিদিন সকাল দশটায় কলকাতায় বিমান উড়বে।

কোচবিহারে তা পৌঁছবে দুপুর বারোটা বেজে দশ মিনিটে। ভুবনেশ্বর জামশেদপুর কলকাতা কোচবিহার রুটে এই বিমান চালানো হবে বলে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন। যদিও এদিন কেন্দ্রীয় মন্ত্রী বিমান পরিষেবার জটিলতা নিয়ে কোনো রকম কথা বলতে নারাজ ছিলেন।