সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার থে’কে সহজেই বাগডোগরা এয়ারপোর্ট থেকে দার্জিলিং পৌঁ’ছা’নো যা’বে, চালু এসি বাস সার্ভিস

বহু পর্যটক এখন ছুটি কাটানোর জন্য উত্তরবঙ্গের শৈল শহর দার্জিলিং এ এসে ঘাটি গেড়েছে। বর্তমান আবহাওয়ায় দার্জিলিং দারুণ আরামের একটি জায়গা হয়ে উঠেছে।

ভ্যাপসা গরম, আর্দ্রতা জনিত অস্বস্তি সমস্ত কিছুকে কাটাতেই মানুষ এখন ছুটছে দার্জিলিং এর দিকে। কিন্তু এর মধ্যেই শোনা যাচ্ছে আরেক খুশির খবর। বাগডোগরা থেকে দার্জিলিং যাওয়া নাকি আরও বেশী সুবিধাজনক হয়ে উঠেছে।

কারণ এই রুটে নাকি চলবে এবার এসি বাস। গতকাল সোমবার থেকেই শুরু হয়েছে এই পরিষেবা। ১২ আসনের সিটে ১১ জন যাত্রী সহজেই যেতে পারবে দার্জিলিং এ।

আরো পড়ুন: গ্রুপ ডি নিয়োগ নিয়ে ব’ড়ো সি’দ্ধা’ন্ত নবান্নের, ব’দ’লে যা’চ্ছে নিয়ম

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে দার্জিলিং বাসী ও পর্যটকদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এতদিন দেশ বিদেশ থেকে যে সব পর্যটক আসত তারা বাগডোগরায় নেমে বেসরকারি গাড়ির জন্য অপেক্ষা করতে হত।

গাড়ি খুজে হয়রান, তাঁদের এই হয়রানি দূর করতেই পরিবহণ দপ্তরের এই উদ্যোগ। পর্যটকদের গাড়ি খোজার জন্য হয়রানি তো রয়েছেই, সাথে এমন অনেক চালক রয়েছে যারা কিনা সুযোগ বুঝে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া দাবি করে বসে।

প্রতিদিন দুপুর ২ টো ও বিকেল ৪ টে এই দুই সময়ে বিমানবন্দর থেকে বাস ছাড়বে। মাথাপিছু ভাড়া পরবে ৪৫০ টাকা। রোহিনী হয়ে সেই বাস দার্জিলিং এ পৌঁছাবে। এই বাসের টিকিট কাটা যাবে বাগডোগরায় নির্দিষ্ট কাউন্টার থেকে।