সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ত্রিপুরা ও গোয়াতে কত আসন পা’বে তৃণমূল? অঙ্ক ক’ষে উত্তর দিলেন অনুব্রত

রাজ্যে সদ্য তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। তৃণমূলের লক্ষ্য এখন সর্বভারতীয় স্তরে দলের প্রসারণ। এমতাবস্থায় ত্রিপুরার পাশাপাশি গোয়াতেও তৃণমূলের জোরদার প্রচার চালানোর উদ্দেশ্যে সেখানে ক্যাম্প তৈরি করা হচ্ছে সবুজ শিবিরের তরফ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ গোয়া সফরে যাচ্ছেন। মুখ্যমন্ত্রীর এই সফর নিয়ে বেশ আশাবাদী বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা এবং গোয়া জয় করা এখন শুধুমাত্র সময় অপেক্ষা বলে মনে করছেন তৃণমূলের জেলা সভাপতি। বুধবার বিকেলে বোলপুরে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে একটি বৈঠকে এই কথা বলেছেন অনুব্রত। ত্রিপুরায় বারবার তৃণমূলের উপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি তৃণমূলকে ভয় পাচ্ছে। তাই তারা বারবার হামলা চালাচ্ছে।

তিনি আরো বলেছেন, তৃণমূল দল সাধারন মানুষের সঙ্গে থাকে। ভোটের আগে রাজ্যের মানুষকে বলা হয়েছিল লক্ষীর ভান্ডার দেওয়া হবে। ভোটের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করে দেখিয়েছেন। তিনি আরো বলেন তৃণমূলের প্রতি মানুষের বিশ্বাস রয়েছে। আর সেটাই কার্যত বিরোধীদের ভয়ের কারণ হয়ে উঠেছে বলে দাবি করেছেন অনুব্রত মণ্ডল।

একুশের বিধানসভা নির্বাচনে বিপুল ভোট পেয়ে তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসেছে সবুজ শিবির। বাংলা জয়ের পর তৃণমূল এখন আসাম, ত্রিপুরা, গোয়াসহ গোটা ভারতে নিজেদের সংগঠন মজবুত করার কাজে মন দিয়েছে। গোয়াতে তৃণমূলের সংগঠন মজবুত করার দায়িত্ব দেওয়া হয়েছে সদ্য বিজেপি পরিত্যাগ করা নেতা বাবুল সুপ্রিয়কে। আপাতত বাবুল গোয়াতেই নিজের দায়িত্ব সামলাচ্ছেন।