সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টেলি মেডিসিন প্র’ক’ল্পে’র আওতায় ঢু’ক’লো টেলি-গ্যাস্ট্রোলজি, ব’ড়ো পদক্ষেপ রাজ্য সরকারের

স্বাস্থ্য ক্ষেত্রের দিকে এবার দারুণ মনোযোগ দিয়েছে রাজ্য সরকার। কারণ এবার টেলি মেডিসিন প্রকল্পের আওতায় যুক্ত করা হল টেলি গ্যাস্ট্রো লজিকে চিকিৎসকদের চিকিতসার ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার। একেবারে প্রথা ভেঙ্গেই এই কাজ করল রাজ্য সরকার। রাজ্যের স্বাস্থ্য দফতর এস এস কে এম হাসপাতালে টেলি গ্যাস্ট্রো লজির ব্যবস্থা করে দিতে চাইছে।

এট রাজ্যে চিকিৎসকদের জন্য এক নতুন সিড়ি। বাংলার গর্ব মমতা একটি টুইটার একাউন্ট থেকে টুইট করা হয়েছে। সেখানে বলা হয়েছে স্বাস্থ্য ইঙ্গিত, স্কিমের অধীনে বিদ্যমান টেলি মেডিসিন প্ল্যাটফর্মের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য বিভাগে টেলি গ্যাস্ট্রো লজি সার্ভিস চালু হতে চলেছে। যেটা রাজ্য বাসীর জন্য দারুণ সুবিধা যোগ্য।

বাংলাতে গত ১০ মাস আগেই স্বাস্থ্য ইঙ্গিত পরিষেবা চালু করা হয়েছিল। আর সেখানেই বলা হয়েছিল বাংলার মানুষকে বিনামূল্যে সরকারি হাসপাতাল থেকে টেলি মেডিসিনের সুযোগ দেওয়া হবে। রাজ্যের সমস্ত গ্রামে ও শহরে এই স্বাস্থ্য কেন্দ্র গুলো চালু করা হবে। টেলি মেডিসিনের সুবিধা যাতে সবাই খুব সহজেই নিতে পারে তার ব্যবস্থা করবে রাজ্য সরকার।

আরো পড়ুন: মুসলমান মহিলাদের বি’বা’হ বি’চ্ছে’দ চাওয়ার অ’ধি’কা’র ইসলামই দিয়েছে: কেরল হাইকোর্ট

টেলিমেডিসিনের সুবিধা দেওয়া হবে রাজ্যের মেডিক্যাল কলেজ গুলো থেকে। আর সবটাই বিনামূল্যে, এতদিন গ্যাস্ট্রোলজির ব্যবস্থা ছিল না, কিন্তু এবার নতুন ভাবে সেটাকে যোগ করা হল।