সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভারতের Agni-V, অ’র্ধে’ক বিশ্ব থাকবে এই মিসাইলের আ’ও’তা’য়, মাথায় হা’ত চীন-পাকিস্তানের

ভারতের পরমাণু শক্তি সম্পন্ন আন্তর্মহাদেশীয় ব্যালেস্টিক মিসাইল Agni-V কার্যত ভারতের প্রতিবেশী শত্রু রাষ্ট্রগুলির পক্ষে অত্যন্ত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষত ভারতের এই বিশেষ মিসাইল লঞ্চ হওয়াতে উদ্বেগে রয়েছে চীন। কারণ এই বিশেষ মিসাইলের রেঞ্জের মধ্যে রয়েছে এই মুহূর্তে গোটা চীন। চীনের এমন কোনো শহর নেই যা এই মুহূর্তে ভারতীয় মিসাইলের আওতা থেকে বাঁচতে পারবে।

Agni-V আন্তর্মহাদেশীয় ব্যালেস্টিক মিসাইল। ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং অনুসন্ধান কেন্দ্র আর ভারত ডায়নামিক্স লিমিটেড মিলে এই মিসাইলটিকে তৈরি করেছে। মিসাইলের রেঞ্জ ৫ হাজার থেকে ৮ হাজার কিমি হবে বলে জানা গিয়েছে। চিন সহ অনেক দেশই আশঙ্কা করছে এই যে ভারতের মিসাইলের প্রকৃত রেঞ্জ সম্পর্কে এখনো কিছু জানায়নি।

ভারতের এই ব্যালেস্টিক মিশাইল কার্যত চীন এবং পাকিস্তানের জন্য মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে। কারণ তাদের আশঙ্কা, এই ব্যালেস্টিক মিশাইল কার্যত চীন এবং পাকিস্তানের সম্পূর্ণ সীমারেখাই নিজের আওতায় আনতে পারে। তাই দুই প্রতিবেশী রাষ্ট্র ভারতের এই মিসাইলটিকে নিয়ে চিন্তিত। Agni-V আন্তর্মহাদেশীয় ব্যালেস্টিক মিসাইলটির ওজন ৫০ হাজার কিলোগ্রাম।

মিসাইলটির দৈর্ঘ্য প্রায় ১৭.৫ মিটার এবং এর প্রস্থ ৬.৭ মিটার। এই মিসাইল ১ হাজার ৫০০ কেজি ওজনের পরমাণু হাতিয়ার বহন করতে সক্ষম। মিসাইলটি এক সেকেন্ডে প্রায় ৯ কিমি দূরত্ব পর্যন্ত প্রভাব বিস্তার করতে সক্ষম। শত্রুদের লক্ষ্য করে ২৯ হাজার ৪০১ কিমি প্রতি ঘণ্টা বেগে আঘাত হানতে পারে এই মিসাইল। ভারত যদি এই মিসাইল ব্যবহার করে তাহলে এশিয়া, ইউরোপ আর আফ্রিকার কিছু অংশ থাকবে ভারতের নিশানার মধ্যে।