সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গ্যাস সিলিন্ডারের দা’ম গগণচুম্বী, মাত্র ১৫০০ টা’কা’য় রান্না করুন সা’রা বছর!

দিনের পর দিন গ্যাস সিলিন্ডারের দাম বেড়েই চলেছে। হাজার ছুঁয়েছে গ্যাসের দাম। গ্যাসের দাম বাড়ার কারণে অনেকে ইন্ডাকশনের দিকে ঝুকছেন। গ্যাস সিলিন্ডার ছাড়াই খাবার রান্না করা যায় এ কারণে অনেকে এটিকে বিকল্প হিসেবে ব্যবহার করছেন। আমেরিকা কানাডার মতো উন্নত দেশ গুলিতে লোকেরা রান্নার জন্য এটি ব্যবহার করে আসেন।

ইন্ডাকশনে রান্না করবার জন্য প্রয়োজন শুধুমাত্র বিদ্যুৎ। প্রতি মাসে যে পরিমাণ টাকা গ্যাসের পিছনে খরচ করেন তার থেকে অর্ধেক টাকাও খরচ হবে না। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। পছন্দ মতন রান্না করতে পারবেন শুধুমাত্র কয়েকটা গেটের করি খরচ করে।

Flipkart থেকে বাটারফ্লাই রেপিট প্লাস ইন্ডাকশন অর্ডার করতে পারেন। এর দাম হল ৩৩৯৯ টাকা কিন্তু ৫৫ শতাংশ ডিসকাউন্টে মাত্র ১ হাজার ৪০০ টাকায় পাওয়া যেতে পারে এই ইন্ডাকশন। এতে পাওয়া যাচ্ছে আরো নানান রকমের ব্যাংক অফার।

 

এইচডিএফসি ব্যাঙ্ক ক্রেডিট কার্ড থেকে যদি কেউ পেমেন্ট করেন তবে ১০% পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আবার ১৮ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি মধ্যে যদি অর্ডার করেন তবে কোম্পানির তরফ থেকে এক বছরের ওয়ারেন্টি দেওয়া হবে। এছাড়া প্রেস্টিজের হাই অ্যাটলাস ৩.২ ইন্ডাকশন কিনে ফেলতে পারেন।

আরো খবর: MBA করেও ব্য’র্থ, ১০০ টা’কা দিয়ে ব্যবসা শু’রু করে মার্সিডিজ কিনলেন “এমবিএ চাওয়ালা”

২৮৯৫ টাকা থেকে পেয়ে যাবেন ৩৯ শতাংশ ছাড় মাত্র ১ হাজার ৭৫৬ টাকায়। ১২০০ W বিকল্পের সঙ্গে এক বছরের ওয়ারেন্টি পাবেন এই ইন্ডাকশনে। ১৬০০ ওয়াটের ঊষা ইন্ডাকশন কুকটপ আরো কম দামে। গ্যাস ওভেনের তুলনায় এগুলো বেশি নিরাপদ বলে মনে করা হয়।

 

পাওয়ার সেভিং ইন্তেলিজেন্স মোড রয়েছে এখানে অর্থাৎ নিজের মতন করে কারেন্ট পোড়াতে পারবেন আপনি। রয়েছে পেইন্ট সেন্সর প্রযুক্তি এবং কাস্টমাইজ কুকিং সিস্টেম।

এর উপর বাসনপত্র যদি রাখেন তবে নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। এই ইন্ডাকশনে আপনি সুবিধা অনুযায়ী টাইমার সেট করতে পারবেন। এর দাম ২০৯৫ টাকা। এতে পাওয়া যাবে ৩৯ শতাংশ ছাড়।