সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

MBA করেও ব্য’র্থ, ১০০ টা’কা দিয়ে ব্যবসা শু’রু করে মার্সিডিজ কিনলেন “এমবিএ চাওয়ালা”

MBA CHAI WALA হল একটি আইকনিক ব্র্যান্ড যেটি নিজেদের গ্রাহকদের গরমা-গরম চা এবং সুস্বাদু স্ন্যাকস পরিবেশন করে। এটি ভারত জুড়ে ছড়িয়ে থাকা চা কেন্দ্রিক একটি ক্যাফে চেইন যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ব্র্যান্ডটির প্রতিষ্ঠাতা প্রফুল বিল্লোরে। প্রফুল মধ্যপ্রদেশের একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।তিনি একজন বি.কম স্নাতক।
জন্ম তারিখ : ১৪ই জানুযারি,১৯৯৬
জন্ম স্থান : ইন্দোর,মধ্যপ্রদেশ।

চা বিক্রি করেই ৯০ লক্ষ টাকার বিনিময়ে স্বপ্নের ‘মার্সিডিজ বেঞ্জ’ গাড়িটি কিনে ফেললেন তিনি। এমবিএ চাইওয়ালা ফ্র্যাঞ্চাইজি একটি দ্রুত বর্ধনশীল সুস্বাদু দেশীয় চা এবং স্ন্যাক ব্র্যান্ড।একজন তরুণ উদ্যোক্তা এবং সমাজকর্মী প্রফুল বিল্লোর ওরফে MBA CHAI WALA ২৫ জুলাই ২০১৭ সালে (আহমেদাবাদ) গুজরাটে শুরু করেছিলেন তার এই ব্র্যান্ড।

এখন বিগত ৫ বছর ধরে, ব্র্যান্ডটি ২০+ শহরে ১০০+ এমবিএ চাই ওয়ালা ফ্র্যাঞ্চাইজি এবং ১ লাখ দৈনিক গ্রাহকের সাথে ভারতে তার উপস্থিতি প্রতিষ্ঠা করেছে।সূত্রে খবর ২০২০-২০২১ অর্থবর্ষে ৩ কোটি টাকার অধিক আয় ছিল সংস্থাটির। প্রগঙ্গত মাত্র ১০০ টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছিলেন তিনি ।

আরো খবর: সবথেকে স’স্তা’র ফোন নিয়ে এলো Tecno, ব্যা’টা’রি লাইফ ২৯ দিনের! দাম ৭ হাজারেরও কম

তাদের বিখ্যাত কিছু চা-
তুলসী চা,
আদা চা,
রেগুলার চা,
মশলা চা,
এলাচ চা,
চকোলেট চা ইত্যাদি।

 

View this post on Instagram

 

A post shared by Prafull Billore (@prafullmbachaiwala)