সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

থাইল্যান্ডকে কি বিশ্বের বড়লোক দেশে বানিয়ে দেবে এই গাঁ’জা? বিস্মিত বিশ্বের তাবড় তাবড় ব্যবসায়ীরা

২০২২ সালের জুন মাসের আগে পর্যন্ত গাঁজা সহ যদি কেউ ধরা পড়তো তাহলে পাঁচ বছর শাস্তির বিধান ছিল। সেই শাস্তি নিবারণ হল জুন মাস থেকে। উঠে গেল গাঁজার ওপর সমস্ত নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞ া উঠে যেতেই আরো একবার দেশের অর্থনীতি বেড়ে গেল চড়চড় করে।

২০২২ সালের জুন মাস থেকে ২০২৩ সালের মার্চ মাসের মধ্যে থাইল্যান্ড সারা পৃথিবী জুড়ে যা লাভ করেছে তাতে দেশের অর্থনীতির ভবিষ্যৎ যে কোথায় গিয়ে দাঁড়াবে তা ভেবে তাজ্জব হচ্ছেন বিশ্বের তাবড় তাবড় ব্যবসায়ীরা।

থাইল্যান্ড হতে চলেছে বিশ্বের গাঁজা বিস্ময়কর দেশ। দশ মাস আগে পর্যন্ত যে দেশে গাজার চাষ করলে ১৫ বছরের হাজতবাস হতো সেখানে গাজা তৈরির জন্য দেশের অর্থনীতি বেড়ে যাচ্ছে হু হু করে। তবে গাজা সেবন করা কিন্তু একেবারে লাগাম ছাড়া করলে চলবে না, এর জন্য কিছু বিধি নিষেধ মানতে হবে।

আরো খবর: প্রচুর টা’কা ইনকাম করলেও সমাজের কল্যাণে বহু ব্য’য় করেন, কত সম্পত্তির অধিকারী অরিজিৎ?

গাঁজা বিক্রি করার জন্য ডিসপেনসারিগুলির বৈধ লাইসেন্স থাকতে হবে। দোকানের মালিকপক্ষকে তাদের বিক্রি করা প্রত্যেকটি গাঁজা ফুলের উৎস সম্পর্কে জেনে রাখতে হবে।

যারা গাঁজা কিনছেন তাদের ব্যক্তিগত বিবরণের রেকর্ড রাখতে হবে। গাঁজা ফুল ছাড়া অন্য কোন দ্রব্যের ০.২% এর বেশি টিএইচসি থাকা যাবে না। কুড়ি বয়সের নিচে কোন ব্যক্তিকে গাঁজা বিক্রি করা চলবে না।