সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রচুর টা’কা ইনকাম করলেও সমাজের কল্যাণে বহু ব্য’য় করেন, কত সম্পত্তির অধিকারী অরিজিৎ?

অরিজিৎ সিং একজন ভারত তথা বিশ্ব বিখ্যাত একজন বাঙালি সঙ্গীতশিল্পী। নিজের সাদামাটা জীবন যাপনের জন্যে তিনি তরুণ প্রজন্মের কাছে রোল মডেলে পরিণত হয়েছেন। নিজের ছোট সঙ্গীত জীবনের মধ্যেই তিনি পেয়েছেন একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সাতটি ফিল্মফেয়ার পুরস্কার সহ বেশ কয়েকটি পুরস্কার,সবথেকে বড় পুরস্কার মানুষের ভালোবাসাও।

বাংলা, হিন্দির পাশাপাশি বেশ কয়েকটি ভারতীয় ভাষায় গান রেকর্ড করেছেন তিনি। সর্বপ্রথম ২০০৫ সালে সনি এন্টারটেইনমেন্ট – এর রিয়ালিটি শো গুরুকুল এ অরিজিৎ সিং আত্মপ্রকাশ করেন। এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।

বলিউডে তাঁর পদার্পণ মিথুনের সঙ্গীত পরিচালনায় মার্ডার ২ মুভির ফির মহব্বত গানটির মাধ্যমে। গানটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। এরপর ২০১৩ সালে মুকেশ ভাটের প্রযোজিত ছবি আশিকি ২-তে তার করা কয়েকটি গান তাকে জনপ্রিয়তার চূড়ায় নিয়ে যায়।

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ-এর ছেলের স্থান এখন প্রতিটি সঙ্গীত প্রেমীর হৃদয়ে। তিনি Tatwamasi Foundation এর সাথেও যুক্ত। ভারতে প্রতিটি কনসার্ট করতে তিনি ২ থেকে ৩ কোটি টাকা পারিশ্রমিক নেন।

আরো খবর: রাজ্যে ১৭২৯ টি শূন্যপদে শিক্ষক নি’য়ো’গ হবে শীঘ্রই, কিভাবে পরীক্ষা হবে?

বিদেশে যা আরও বেশি। বর্তমানে প্রতিটি হিন্দি ছবিতে অরিজিতের গান থাকেই। অন্যদিকে তিনি দেশে বিদেশে অনেক কনসার্ট করেন। তাহলে অরিজিতের মোট সম্পত্তির পরিমাণ কত?

বিভিন্ন সূত্র অনুযায়ী আনুমানিক ৫৫ কোটি টাকার সম্পত্তির মালিক অরিজিৎ। কিন্তু এত কম কেন সম্পত্তির পরিমাণ? তিনি যা আয় করেন,সেই হিসেবে তো তার সম্পত্তি ১০০ কোটির কম হওয়ার কথা নয়?

শুনলে অবাক হবেন,নিজের রোজগারের প্রায় পুরোটাই অরিজিৎ দান করেন হাসপাতাল ও স্কুল বানাতে। Tatwamasi Foundation এই কাজ করে থাকে। শিলিগুড়িতে সদ্য যে কনসার্ট হল,তাতে অরিজিৎ ২.৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।কিন্তু এর পুরোটাই গেছে Tatwamasi Foundation এর হাতে। সত্যি তিনি বিরাট মনের মানুষ। বর্তমান যুগে অরিজিৎ হওয়া সত্যি কঠিন।