সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হাতে নি’র্মা’ণ করা গাড়ি নিজের সংগ্রহে রেখে নি’র্মা’তা’কে ন’য়া গাড়ি উপহার দিলেন আনন্দ মাহিন্দ্রা

মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা, মহারাষ্ট্রের এক কামারকে তার কথা মতোই একটি বোলেরো গাড়ি গিফট করলেন।লোহারের কাজ দেখে, তার পরিশ্রম ও আদর্শ থেকে দারুণভাবে মুগ্ধ হয়েছেন আনন্দ মাহিন্দ্রা। লোহার একটি অটোমোবাইল কিভাবে কাজ করে,সেটা দেখানোর জন্যই নিজের হাতে লোহার একটি যান বানিয়ে ছিলেন এই কামার। আর সেটা দেখেই দারুণ মুগ্ধ হন আনন্দ মাহিন্দ্রা। আর সেই কারণেই এই খবর টুইট করে জানান তিনি, তিনি টুইট করে লেখেন তিনি আনন্দিত লোহার একটি নতুন বোলেরো গাড়ির বিনিময় তার তৈরী গাড়ির জন্য।

এখানেই শেষ নয় তিনি আরো বলেছেন, তার এই হস্তনির্মিত লোহার গাড়িটি মাহিন্দ্রা রিসার্চ ভ্যালিতে নানা ধরনের গাড়ির সংগ্রহের অংশ হয়ে থাকবে। এবং আমাদের আরও সম্পদশালী করে তোলার জন্য অনুপ্রাণিত করতে থাকবে। তার এই সৃষ্টির আমরা সম্মান জানাই।তার আবেগ, তার পরিশ্রম, ও তার ধৈর্যকে আমরা সংরক্ষিত করে রাখার বচন নিয়েছি।

মহারাষ্ট্রের এই কামার বিখ্যাত জিপ গাড়ির অনুপ্রেরণা নিয়ে নিজের হাতে 60 হাজার টাকা খরচ করে এই গাড়ি তৈরি করেছিলেন। এই গাড়িটি ন্যূনতম কার্যকারিতা সম্পন্ন একটি ছোট জিপ গাড়ির মতো দেখায়। তার তৈরি এই লোহার জিপ গাড়ি যাত্রী বহনে সক্ষম। এই গাড়ির মধ্যে রয়েছে কিকস্টার্ট মেকানিজম,যা বেশিরভাগ ক্ষেত্রে টু হুইলার গাড়ির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তিনি স্পষ্ট জানিয়েছেন পরিতক্ত পুরনো গাড়ির বিভিন্ন অংশ সংগ্রহ করে, বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে।

প্রথমদিকে এই গাড়ি প্রবিধানের সাথে সম্মত না হওয়ায়, যখন তখন নিষিদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু এই খবর আনন্দ মহিন্দ্রার কানে যেতেই, তিনি এগিয়ে আসেন এবং তার এই লোহার গাড়ির বদলে একটি নতুন বোলেরো গাড়ি অফার করেন। আর ঠিক তার পরেই লোহার তার নির্মিত লোহার গাড়ির বিনিময়ে নতুন বোলেরো গাড়ি নিতে ইচ্ছা প্রকাশ করেন। আর এতে দারুণ আনন্দিত হন আনন্দ মাহিন্দ্রা নিজে।