সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফের এনকাউন্টার পুলওয়ামতে, পরিযায়ী শ্রমিকদের উপর হা’ম’লা’কা’রী দুই জ’ঙ্গি খ’ত’ম

পুলওয়ামায় ফের সেনা-জঙ্গির লড়াই। উত্তর কাশ্মীরে পুলওয়ামায় সেনার গুলিতে খতম হয়েছে দুই জঙ্গি। চলতি বছরেই জম্মু-কাশ্মীরের পরিযায়ী শ্রমীকদের উপরে যে জঙ্গি হামলা হয়েছিল, সেখানে যে জঙ্গী সংগঠন ছিল তারা স্থানীয় জঙ্গি সংগঠন আল-বদরের (Al-Badr) সদস্য।

নিহত জঙ্গিদের মধ্যে সেই দুজন ছিল। এদিকে এই ঘটনা নিয়ে কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানান, গত মার্চ এপ্রিল মাসে যে জঙ্গি হামলা হয়েছিল উপত্যকায়। সেখানে এই নিহত দুই জঙ্গি যুক্ত ছিল।

প্রথম থেকেই এই দুই জঙ্গি সন্ত্রাস যুক্ত কার্যকলাপের সাথে যুক্ত ছিল। তাদের নাম আইয়াজ হাফিজ ও শাহিদ আয়ুব। তাদের কাছ থেকে দু’টি একে-৪৭ রাইফেল পাওয়া গিয়েছে।

আরো পড়ুন: কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুকুটে ন’য়া পালক, এই বিভাগে দেশের মধ্যে প্রথম স্থান পে’লো

ইতিমধ্যে নিরাপত্তারক্ষীরা এলাকাজুড়ে তল্লাশি শুরু করেছে, মনে করা হচ্ছে আশেপাশের এলাকায় আরও কয়েকজন জঙ্গী লুকিয়ে রয়েছে। তবে বাকি জঙ্গিরা যে সহজেই কোণঠাসা হয়ে গেছে সেটা স্পষ্ট।

গত সপ্তাহেই জম্মু-কাশ্মীরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাভাবিকভাবে নিরাপত্তার’ বেড়াজালে ঘিরে ফেলা হয়েছিল পুরো উপত্যকাকে। কিন্তু প্রধানমন্ত্রী যাওয়ার ঠিক দু’দিন আগেই ফের জঙ্গি হামলা হয়েছিল উপত্যকায়।

সিআইএসএফ এর একটি গাড়িকে উদ্দেশ্য করে হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেখানে একজন রক্ষী নিহত হন ও বাকি নয় জন গুরুতর আহত হন।