সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২৭৭ কেজি খুচরো পয়সা দি’য়ে সংস্থার ক’র্মী’কে বে’ত’ন দিলেন মালিক, যা করলেন সেই কর্মচারী

মাস শেষ হতে না হতেই সকলের মুখে হাসি ফুটে যায়। অনলাইনে অথবা হাতেনাতে টাকা পেতে কার না ভালো লাগে। কিন্তু ধরুন আপনার বেতনের পুরো টাকাটাই যদি আপনাকে ক্যাসে না দিয়ে খুচরো টাকাতে দেওয়া হয়, তাহলে কেমন লাগবে আপনার? অনলাইনে টাকা লেনদেনের সময় খুচরো টাকার কথা আমরা ভাবতেই পারি না, তাও আবার কুড়ি হাজার টাকা খুচরো।

জর্জিয়ার বাসিন্দা অ্যান্দ্রিয়াজ ফ্লেটেন নামে এক মেকানিক কিন্তু এমনটাই পেয়েছেন তার মালিকের কাছ থেকে। মালিকের সঙ্গে বনিবনা না হওয়ায় মালিকের কাছ থেকে শাস্তির স্বরূপ হিসাবে তিনি তার পুরো বেতন পেয়েছেন খুচরো পয়সায়।

তার সঙ্গে তার সংস্থার মালিকের সম্পর্ক এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিল যে ওই মেকানিক কাজ ছেড়ে দেবার সিদ্ধান্ত গ্রহণ করেন। স্বাভাবিকভাবেই পুরোটা মিটিয়ে দেওয়ার কথা তিনি বলেন। রাজি হয়ে যান মালিক কিন্তু অ্যান্ড্রিয়াজকে শায়েস্তা করার জন্য সম্পূর্ণ মাইনে তিনি দেন খুচরো পয়সায় যার ওজন হয়ে যায় প্রায় ২৭৭ কেজি।

আরো পড়ুন: আর কিনতে হ’বে না! বাড়িতেই লাগান এলাচ, এই বিষয়ে শুধু খে’য়া’ল রা’খু’ন

বস্তায় ভরে সেই টাকা দেওয়া হয় ওই মেকানিককে। সম্পূর্ণ টাকা গুনতে প্রায় 7 ঘন্টা লেগে গিয়েছিল ওই মেকানিকের। শুধু তাই নয় মালিক তার বেতনের পুরো টাকা দেননি বলে অভিযোগ করেছেন ওই মেকানিক। তিনি গোটা বিষয়টি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে এবং সঙ্গে সঙ্গে সেটি ভাইরাল হয়ে যায়।
গোটা বিষয়টি পৌঁছে যায় আমেরিকার শ্রমদপ্তর এর কাছে। বিষয়টি নিয়ে পরবর্তীকালে আদালতে যাওয়া হলে ওই মালিকের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়। মেকানিক এর কাছ থেকে ক্ষমা চাইতে বলা হয় ওই মালিক কে।