সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টা’কা জমানোর নে’শা আছে? এই ব্যাংকগুলো দিচ্ছে স’র্বো’চ্চ সুদ, জেনে নিন

অবিশ্বাস্য সুযোগ। ফিক্স ডিপোজিট করার ক্ষেত্রে আরো বেশি সুবিধা পেতে চলেছে সাধারন মানুষ কারণ মানুষের চিরন্তন ভরসার জায়গা এফডি স্কিম এবং সেই স্কিমেই যদি পাওয়া যায় ৯ শতাংশেরও বেশি রিটার্ন তাহলে তো কেয়া বাত। ইতিমধ্যেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তাদের রেপো রেট বৃদ্ধি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকগুলি ০.৩৫% বৃদ্ধি করার ফলে ঋণের খরচও রীতিমতো বাড়িয়ে ফেলেছে। যার পাশাপাশি ফিক্স ডিপোজিটেও সুদের হার বৃদ্ধি পেতে চলেছে। তবে প্রবীণ নাগরিকদের জন্য সুখবর সুদের হার অবিশ্বাস্য রেটে দিচ্ছে কিছু ব্যাংক আসুন জানবো সেই ব্যাংকগুলি সম্পর্কে বিস্তারিতভাবে। যারা ৯ শতাংশের চেয়েও বেশি সুদের হারে রিটার্ন দিচ্ছে।

ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক : এই ব্যাংকটির নাম অনেকের কাছেই পরিচিত। এই ব্যাংকটি বর্তমানে প্রবীণ নাগরিকদের জন্য ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৯ শতাংশ সুদের হারে রিটার্ন দিচ্ছে। তবে শুধুমাত্র প্রবীন নাগরিক নয় সাধারণ মানুষের জন্য মাত্র ১৮১ দিনের মেয়াদের ফিক্স ডিপোজিটে ৮.৫০ শতাংশ সুদের হারও দিচ্ছে।

আরো খবর: নীতা আম্বানির লিপস্টিকের যা মূ’ল্য তাতে অভিজাত এলাকায় কেনা যা’বে ফ্ল্যাট! জানুন দা’ম

কানাড়া ব্যাঙ্ক : ৬৬৬ দিনের মেয়াদের ওপর ৭.৫০ শতাংশ হারে সুদ পাওয়ার সুযোগ রয়েছে প্রবীণ নাগরিকদের, তবে প্রবীণ নাগরিকদের পাশাপাশি সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার রয়েছে ৭ শতাংশ।

উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক : এটি প্রতিষ্ঠা হয় বারানসীতে ২০০৯ সালে। মূলত অর্থনৈতিক দিক থেকে দুর্বল মানুষদের কথা ভেবেই এই ব্যাংকের প্রতিষ্ঠা এখানে মাত্র ৭০০ দিনের মেয়াদের উপর ফিক্স ডিপোজিট করলে সুদের হার রয়েছে ৮.৫০ শতাংশ আর সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার রয়েছে ৮%।

সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক : এটির মূল অফিস রয়েছে নভি মুম্বাইতে। প্রবীণ নাগরিকদের ৯.২৬ শতাংশ হারে সুদ দিচ্ছে, যার ফলে এই ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলে পাওয়া যাচ্ছে মোটা রিটার্ন।

আরবিএল ব্যাংক : বেশ পরিচিত এই ব্যাংক। এই ব্যাংকে ফিক্সড ডিপোজিটে সুদের হার ৭.৭৫ শতাংশ। তবে সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার রয়েছে ৭.২৫ শতাংশ। প্রবীর নাগরিকদের জন্য সব সময়ই সুদের হার একটু বেশিই থাকে সাধারণ গ্রাহকদের থেকে।

তাই আজই নিজের সঞ্চয়কে সঠিক জায়গায় বিনিয়োগের আগ্রহী হয়ে উঠুন কারণ সঞ্চয়কে সঠিক জায়গায় বিনিয়োগ করাও বুদ্ধিমত্তার পরিচয়।