সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দিওয়ালি থেকে রেশনে মি’ল’বে ডাল ও ভোজ্যতেল, রেশন ডিলারদের নিয়ে নতুন সি’দ্ধা’ন্ত কেন্দ্রের

আগামী বছরেই ভারতবর্ষের পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে। নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সরকার এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে। যার মধ্যে অন্যতম প্রস্তুতি হলো দেশের রেশন ব্যবস্থায় ডাল এবং ভোজ্যতেলের যোগান বৃদ্ধি করা। আসন্ন বিধানসভা নির্বাচনে কেন্দ্রের তুরুপের তাস হতে চলেছে এই নতুন রেশনিং ব্যবস্থা। উত্তরপ্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড এবং গুজরাট-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই নতুন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

রেশন ডিলারদের দাবিমতো এবার কেন্দ্রের তরফ থেকে প্রতিটি রাজ্যের গ্রাহকদের অত্যন্ত কম মূল্যে ডাল এবং ভোজ্যতেল বিক্রয় করবে কেন্দ্র। এই সিদ্ধান্তের ক্ষেত্রে পশ্চিমবঙ্গকে পাইলট প্রজেক্ট হিসেবে ধরা হয়েছে। উল্লেখ্য এই নতুন রেশনিং ব্যবস্থা নিয়ে পশ্চিমবঙ্গ কেন্দ্রিক সারাদেশের রেশন ডিলারদের অন্যতম সংগঠন ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলার্স ফেডারেশন’ বহু আগেই তাদের দাবি জানিয়ে আসছিল।

চাল, গম ও চিনির পাশাপাশি ডাল, ছোলা, মটর ডালের মতো বিভিন্ন শস্য এবং নানা ধরনের ভোজ্য তেল পাইকারি দরে বিক্রি করার অনুমোদন চেয়ে আসছিল এই সংগঠনটি। এতদিনে সেই আবেদন মঞ্জুর করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় উপভোক্তা, খাদ্য ও গণবণ্টন এবং তাত বস্ত্র বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে ডাল ও ভোজ্যতেল বিতরণের ক্ষেত্রে কেন্দ্রের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন।

তিনি জানিয়েছেন দীপাবলীর সময় থেকেই বাজারদরের তুলনায় অত্যন্ত কম মূল্যে পাইকারী রেটে ডাল এবং ভোজ্যতেল পাবেন গ্রাহকরা। মুসুর ডালের দাম হবে ৬৫, ৬৭ এবং ৬৯ টাকা করে। অড়হরের ডাল পাওয়া যাবে ৮৬-৮৮ টাকার মধ্যে। প্রথমদিকে রেশনে সয়াবিনের তেল রাখা হবে। পরে অন্যান্য তেল সংযোজন করা যেতে পারে।