সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাঙ্গালী’র মন জয় ক’রা প্রথম দিকে’র ম’হি’ষা’সু’র আজ কো’থা’য়? জা’নু’ন তা’র জী’ব’নী

বাঙ্গালীর মন জয় করা প্রথম দিকের মহিষাসুর আজ কোথায়? জানুন তার জীবনী

মহালয়া আর বেশী দেরি নেই, এই তো আর মাত্র কয়েকটা দিন। ভোরে উঠে টিভি খুলেই সমস্ত বাঙ্গালী মহিষাসুরমর্দিনী দেখতে ব্যস্ত হয়ে পরবে, আর সাথে শুনবে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় মহালয়া। দারুণ এক উদ্দীপনা কাজ করবে মানুষের মনে। কিন্তু এই উদ্দীপনা, মানুষের মনে পুজোর আনন্দ কি আজ থেকে তা কিন্তু নয়। একেবারে গোড়ার কথা যদি বলতে হয় তাহলে দেখা যাবে প্রথম দিকের দূর্গা , প্রথম দিকের মহিষাসুর আজ কোথায়।

তারাই তো প্রথম টিভির পর্দায় বাঙ্গালীর মনকে জয় করেছিল। একটা সময় মহালয়ার সকালে যাকে অসুর হিসেবে দেখা যাত তার নাম অমল অসুর, তার অভিনয়ের দক্ষতা ছিল বলেই মানুষের মনকে জয় করেছিল, সেই সময়ে না ছিল ভি এফ এক্স না ছিল তেমন আধুনিক ব্যবস্থা। কিন্তু তার মধ্যেও নিজের প্রতিভাকে দারুণ ভাবে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন তিনি। কিন্তু আজ তিনি কোথায়? আধুনিকের জোয়ারে আজ কিন্তু পুরোনো দিনকে ভুলতে বসেছে মানুষ। তাই অমল যিনি অসুরের ভূমিকায় অভিনয় করে দারুণ পরিচিতি পেয়েছিল তার কথা ভুলে গেছে সবাই।

অমল অসুর যার বাড়ি অশোকনগর এলাকায়, একটা সময় যেখানে ডাক আসত, কিন্তু আজ তার খবর টুকু রাখে না। বহু বছর কিন্তু তিনি তার অট্টহাসি, তার বাচন ভঙ্গী ও অভিনয়ের দ্বারা মানুষের মন জয় করেছিল, কিন্তু সেই সব এখন অতীত। পুজো আসলেই এখন অমল বাবুর সেই সোনালী দিন গুলোর কথা মনে পরে আর কষ্ট লাগে। শুধু এখানেই নয়, অনেক বড় সারির অভিনেতা অভনেত্রীদের সাথেও কাজ করেছেন তিনি, কিন্তু আজ তিনি চোখের আড়ালে।

বহু বছর হয়ে গেল তিনি স্টুডিও পাড়া থেকে আর ডাক পান না, তার জীবন অতিবাহিত হচ্ছে কিভাবে সে শুধু নিজেই জানে। দাদা মারা গিয়েছেন অনেক দিন হল, অবিবাহিত থেকেই বোনকে নিয়ে কোনোভাবে সংসার চালান তিনি। এখন রোজগারের জন্য অবশ্য তিনি তার সখের পেশা ছেড়ে হাতে তুলে নিয়েছে রঙ তুলি। আকার টুইশন করিয়ে কোনোমতে দিন গুজরান করেন তিনি। অতীতে কথা মনে করে ভারাক্রান্ত হয়ে পরেন্ন তিনি, একটা সময় কি জাকজমক্টাই না ছিল কিন্তু আজ সেই সব কোথায় ছিল। বয়স হয়েছে তার চেহারার পরিবর্তন ঘটেছে কিন্তু সেই চোখের চাউনি কিন্তু একই রয়ে গেছে।