সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

SSC সহ স’ব নিয়োগ দুর্নীতির ত’দ’ন্ত করবে CBI-র SIT: হাইকোর্ট

সিবিআই-এর সিট এবার এসএসসি সহ নিয়োগ দুর্নীতির সব মামলাতেই তদন্ত করবে। কলকাতা হাইকোর্ট শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানি হলে এমনটাই নির্দেশ দেয়।

অন্যদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এদিন শুনানিতে এসএসসির সব মামলায় প্রাথমিক রিপোর্ট আদালতে জমা দিল। খতিয়ে দেখা হচ্ছে সেই রিপোর্ট। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে সিট সিবিআইয়ের তরফে গঠন করা হয়েছে।

কিন্তু সেই সিটের মাথায় কেন যুগ্ম অধিকর্তা পর্যায়ের অফিসার রাখা হল না, তা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্ট। তবে শেষমেশ সিবিআইয়ের যুগ্ম-অধিকর্তা এন.বেনুগোপালের নেতৃত্বে সিট গঠন করে দিল আদালত।

আরো পড়ুন: OMG: অনুব্রতর দেহরক্ষী সায়গলের ১০০ কো’টি’র সম্পত্তি রয়েছে, দা’বি করলো CBI

প্রাইমারি তদন্তের তত্ত্বাবধানে থাকবেন এন. বেনুগোপাল। পর্যবেক্ষনের জন্য থাকবেন কলকাতার দুর্নীতি দমন শাখার প্রধান রাজীব মিশ্র।

আগামী সোমবারের মধ্যে একাধিক তথ্য আদালতে পেশ করার জন্য পর্ষদকে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। অন্যদিকে, অঙ্কিতা অধিকারী প্রথম কিস্তিতে প্রায় সাত লাখ চুরা নব্বই হাজার টাকা ফেরত দিয়েছেন।