সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কিন্নরদের ভু’ল করেও এইসব জিনিস দা’ন করবেন না, অন্যথায় স’ম’স্যা’য় পড়বেন আপনি

নপুংসকদের আশীর্বাদ এবং অভিশাপ, জীবনে দুইই গভীর প্রভাব ফেলে। তাই নপুংসকদের খুশি রাখার জন্য চেষ্টা করে চলেন গৃহী মানুষেরা। তারা বাড়িতে এলে অনেক সময় তাদের বিভিন্ন জিনিসপত্র দান করার রেওয়াজ রয়েছে বিভিন্ন পরিবারে। তবে জানেন কি শাস্ত্রমতে তাদের চারটি জিনিস দেওয়া নিষিদ্ধ?

প্রথমত, নপুংসকদের কখনোই ঝাড়ু দেওয়া উচিত নয়। কারণ শাস্ত্র মতে ঝাড়ু দেবী লক্ষ্মীর অত্যন্ত পছন্দের। তাই আপনি যদি তাদের ঝাড়ু দান করে থাকেন তাহলে দেবী লক্ষ্মী রুষ্ট হবেন এবং তিনি সংসার পরিত্যাগ করবেন। ঝাড়ু যেহেতু দেবী লক্ষ্মীর প্রতীক তাই নপুংসকদের ঝাড়ু প্রদান করা উচিত নয়।

দ্বিতীয়ত, তাদের কখনোই পুরনো কাপড় দেবেন না। পুরনো কাপড়ের বদলে পারলে নতুন কাপড় কিনে দিন। যদি আপনার ঘরে পুরনো কাপড় থেকে থাকে তাহলে তা আপনি কোনও দরিদ্র মানুষকে দিয়ে দিতে পারেন। কিন্তু নপুংসকদের কখনোই পুরনো কাপড় দেবেন না। এতে সংসারের অকল্যাণ হয়।

তৃতীয়ত, নপুংসকদের প্লাস্টিকের জিনিস দান করা যায় না। তাই বাড়িতে যদি প্লাস্টিকের জিনিস এর সংখ্যা বেড়ে যায় তাহলেও বাড়িতে নপুংসক এলে তাদের প্লাস্টিকের জিনিস দান করতে যাবেন না।

চতুর্থত, নপুংসকের বাড়িতে এলে অনেকেই তাদের চাল এবং অন্যান্য রেশন সামগ্রী দিয়ে থাকেন। কিন্তু খেয়াল রাখতে হবে এই সামগ্রীর মধ্যে যেন কোনোভাবেই তেল না চলে যায়। কারণ নপুংসকদের তেল দান করা হলে গৃহের সদস্যদের উন্নতি ব্যাহত হয়।