সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্বপ্নে কি আ’প’নি যমরাজকে দেখেছেন? আছে শু’ভ যো’গ, জেনে নিন

অনেক সময় আমরা স্বপ্নে ঈশ্বরকে অথবা কোন কাছের মানুষকে দেখতে পাই। অনেক সময় কোন জীব জন্তু অথবা কোনো দুর্ঘটনা ও দেখতে পাই আমরা। মনে করা হয় আমরা সারাদিন যে সমস্ত কথাবার্তা চিন্তা করি সেগুলি আমরা স্বপ্নের মধ্যে দেখি। তবে শাস্ত্র মতে নানান ধরনের স্বপ্নে নানান রকম ব্যাখ্যা রয়েছে। তার মধ্যে কিছু শুভ তাকে কিছু বা অশুভ। তবে দেবতা দর্শন পেলে আনন্দিত হলেও শাস্ত্রে এর ব্যাখ্যা অন্যভাবে দেওয়া রয়েছে। চলুন দেখে নেওয়া যাক স্বপ্নে কোন দেবতাকে দেখার অর্থ-

স্বপ্নে বিষ্ণুকে দেখা: শাস্ত্র অনুযায়ী বিষ্ণুর স্বপ্ন দেখলে শীঘ্র আপনি আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দূর করে দিতে পারবেন। আপনার ভাগ্যদয়ের দিকে ইঙ্গিত করে এই স্বপ্ন।

লক্ষীর স্বপ্ন দেখা: কোন জাতক যদি স্বপ্নে লক্ষ্মী দেখেন তাহলে মনে করা হবে এটি খুব শুভ। জীবনে শীঘ্রই আর্থিক সমস্যার সমাধান হতে চলেছে।

স্বপ্নে বাজরংবালিকে দেখা: বজরংবলির স্বপ্ন দেখলে জীবন থেকে কষ্ট এবং ভয় দূর হয়ে যায়। এমনকি কোনো শত্রু যদি বিরক্ত করে তার থেকেও রক্ষা পেতে পারেন আপনি।

কৃষ্ণ স্বপ্নে দেখা: প্রেমের তরফ থেকে যদি কোন হতাশা কাজ করে তাহলে খুব সহজেই সাফল্যের মুখ দেখতে পারবেন আপনি। বিবাহিতরা এই স্বপ্ন দেখলে বুঝতে পারবেন তাদের দাম্পত্য জীবনে মাধুর্য আসতে চলেছে।

দুর্গা স্বপ্ন দেখা: সুস্বাস্থ্যের দিকে ইঙ্গিত করে এই স্বপ্ন। আপনি অথবা পরিবারের কোন সদস্য যদি অসুস্থ থাকেন তাহলে শীগ্রই তার স্বাস্থ্যের উন্নতি হবে বলে মনে করা হয়।

সরস্বতী কে দেখা: সরস্বতী গান এবং স্বরের দেবী বলে মনে করা হয়। এইরকম স্বপ্ন দেখলে আপনার চাকরির ক্ষেত্রে কোনো সাফল্য আসতে চলেছে বলে মনে করা হয়

স্বপ্নে গণেশ দেখা দিলে: কোন আটকে থাকা কাজ নির্বিঘ্নে পূরণ হবে এমন ইঙ্গিত পাওয়া যায় স্বপ্নে গণেশ কে দেখলে।

নারদের স্বপ্ন দেখা: দূরে বসবাসকারী কোনো বন্ধু অথবা আত্মীয় সম্পর্কে শীঘ্রই কোনো সুসংবাদ পেতে চলেছেন আপনি।

শিবলিঙ্গকে পুজো করার স্বপ্ন দেখা: স্বপ্নে যদি শিবলিঙ্গের পূজা করা দেখেন তাহলে শীঘ্রই আপনি সেই শিব মন্দিরের দর্শন করে নিন যেখানে যাওয়ার পরিকল্পনা আপনি করছেন। এর ফলে আটকে থাকা কাজ পূর্ণ হবে আপনার।

স্বপ্নে শিবের মন্দির দেখা দিলে: দীর্ঘ দিন যদি পরিবারের কোনো সদস্য অসুস্থ থাকে তাহলে এই স্বপ্ন আপনাকে সস্তি দিতে পারে। মনে করা হয়, মন্দিরের স্বপ্ন রোগমুক্তির দিকে ইঙ্গিত করে।

যমরাজের স্বপ্ন: যমরাজের স্বপ্ন দেখলে একেবারেই মন খারাপ করবেন না। এটি একেবারেই কোনো অশুভ ইঙ্গিত নয়। জীবনে আগত কোন সংকট দূর হয়ে যাওয়ার দিকে ইঙ্গিত দেয় এই স্বপ্ন। পরিবারের কোন মানুষ অসুস্থ থাকলে তাড়াতাড়ি স্বাস্থ্য ভালো হয়ে যাবে এমন মনে করা হয়।

ধর্মগ্রন্থের স্বপ্ন: স্বপ্নে রামায়ণের দেখা শুভ বলে মনে করা হয়। মহাভারতের স্বপ্নকে অসম্ভব বলে মনে করা হয়। গীতার স্বপ্ন সমস্ত পাপ নাশ হওয়ার দিকে ইঙ্গিত দেয়। পূজা অর্চনার স্বপ্ন সমস্ত কাজে সাফল্যের দিকে ইঙ্গিত করে।