সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাড়ি গি’য়ে খাওয়ার শে’ষে চাই দই! মাঝপথে ট্রেন থা’মি’য়ে দইওয়ালার কা’ছে ছু’ট’লে’ন চালক

রাস্তাঘাটে বাইক, অথবা সাইকেল কিংবা চারচাকা থামিয়ে জিনিসপত্র কেনা যায়। কিন্তু ট্রেন থামিয়ে দই কেনা? এমন নজির পাকিস্তানের আগে কেউ কখনো গড়েনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে একজন ট্রেন চালক ট্রেন থামিয়ে তার সহকারীকে দিয়ে দোকান থেকে দই কিনিয়ে আনছেন!

দই কেনার জন্য ওই ট্রেন চালক ট্রেন থামাতেই ট্রেন থেকে নেমে আসেন তার সহকারী। তারপর তিনি গিয়ে হাজির হন দোকানে। তিনি আবার ট্রেনে উঠে পড়েন। সম্পূর্ণ ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন একজন ব্যক্তি। আর তারপর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। ঘটনা দেখে অবাক নেটিজেনরা।

তবে এই ঘটনার কারণে কিন্তু ওই ট্রেন চালক এবং তার সহকারীকে বরখাস্ত করেছে পাকিস্তানের রেল দপ্তর। ট্রেন চালাতে গিয়ে অব্যবস্থা কিংবা অবহেলার কারণে এমনিতেই পাকিস্তানে দুর্ঘটনা নিত্য সঙ্গী। ইমরান খানের প্রশাসন ট্রেন চালকের এই মনোভাব মোটেই হালকা ভাবে দেখেননি। যথাযোগ্য শাস্তি দিয়ে নজির গড়লো ইমরানের প্রশাসন।