সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সুন্দরবনে বেড়াতে গিয়ে বিপত্তি, নৌকা থেকে নি’খোঁ’জ পর্যটক

মানুষের ঘোরার জায়গার অভাব নেই, তার মধ্যে ভারত এমন বৈচিত্র্যময় দেশ যে গোটা জীবন ধরে ঘুরলেও তা শেষ হবে না। তবে সব জায়গা যে সবার পক্ষে ঠিক নয় সেটাই উঠে এসেছে এই ঘটনার মাধ্যমে।

সুন্দর বনে বেড়াতে যাওয়া হয়ে গেল কাল এক পর্যটকের কাছে। যদিও জানা গেছে যে মদ্যপ অবস্থায় নৌকাতে চলার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে।

ওই পর্যটককে খোঁজার জন্য তল্লাশি জারি করে দেওয়া হয়েছে। ওই পর্যটকের সঙ্গে আর যারা সঙ্গে ছিলেন তাদের কেউ ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। আদেও এই নিখোঁজ হওয়ার পিছনে কোন রকম রহস্য রয়েছে কি না সে বিষয়েও পুলিশের তরফ থেকে তদন্ত করা হচ্ছে।

৪৩ বছরের নিখোঁজ পর্যটক প্রসেনজিৎ গোস্বামী, যার বাড়ি বীরভূমের তারাপীঠ এলাকাতে। জানা গেছে ১৪ জনের একটি দলের সঙ্গেই তিনি সুন্দরবন ঘুরতে গিয়েছিলেন বুধবার ।

সুন্দরবনের নদী গুলিতে ঘোরার জন্য একটি জলযান ভাড়া করা হয়, সেখানে ১৪ জন পর্যটক ছিলেন অভিযোগ আছে যে ওই জলে যানে থাকার সময় অতিরিক্ত মদ্যপান করেন সেই পর্যটকরা এরপরে পাখিরালয় টাইগার মোড়ের কাছে অন্য দিকে বিপদ ঘটে।

আরো পড়ুন: তৃণমূল ক’রে খাওয়া যাবে না, নির্লোভ হয়ে কা’জ করতে হ’বে: অভিষেক

একজন পর্যটক অতিরিক্ত মদ্যপানের জন্য অসুস্থ হন যার কারণে তার চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় গোসাবা হাসপাতালে, অন্যদিকে এই সময়ে প্রসেনজিৎ নামের ওই পর্যটক নিখোঁজ হয়ে যান অনেক খোঁজাখুঁজির পর যখন তাকে পাওয়া যায়নি।

তার পরে পুলিশে গোটা বিষয়টি জানানো হয়। গোটা এলাকায় ইতিমধ্যেই জন্য পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখনও পর্যন্ত সেই ব্যক্তি বেঁচে রয়েছে কিনা সেই নিয়েও তৈরি হয়েছে জল্পনা।

বর্তমান সময় হলো ইলিশ উৎসব যেটি সুন্দরবনের এখন চলছে যার কারণে বহু পর্যটক সুন্দরবনের ইলিশ উৎসবে মেতে ওঠার জন্য ভিড় জমাচ্ছেন।

তবে পর্যটকদের জন্য সুন্দরবনের এই আবহাওয়া একদমই সঠিক নয়। মাঝে মাঝে এই চলছে ভারী বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া এইরকম অবস্থাতে মদ্যপান করে জলাযানে যে ভাবে চলাফেরা করছেন পর্যটকরা তাতে ঘটে যেতে পারে যেকোনো মুহূর্তে বড় বিপদ।

তবে প্রসেনজিৎতের নিখোঁজ হওয়ার পিছনে ইতিমধ্যেই তার সঙ্গে থাকা সঙ্গীদের পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। আদেও এটি কোন নিখোঁজের ঘটনা নাকি কোনো রহস্য সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।