সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তৃণমূল ক’রে খাওয়া যাবে না, নির্লোভ হয়ে কা’জ করতে হ’বে: অভিষেক

২১ শে জুলাই তৃণমূলের ঐতিহাসিক শহীদ দিবস। ২১শে জুলাই এর অনুষ্ঠানে উপস্থিত পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আসা মানুষজন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখছেন তৃণমূলের একাধিক নেতা নেত্রীরা। বক্তব্য রেখেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

জনসাধারণের উদ্দেশে তিনি বক্তব্য রেখে বললেন,” প্রত্যেকের মুখ ছাতার তলায় রয়েছে, আমি যদি ছাতা সরাই তাহলে আপনাদের কেউ এই ছাতা মুখের সামনে থেকে সরাতে হবে। আমি ২০১৪ থেকে ২০২১ পর্যন্ত যুব সভাপতি ছিলাম। এই ধরনের উচ্ছাস আমি আগে কখনো দেখতে পারিনি”।

“এই প্রথম ২১ শে জুলাই সবথেকে বেশি জনসমাবেশ ঘটেছে। বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি আমাদের কাছে সব সময় শুভ বলে প্রমাণ দিয়েছে। বৃষ্টি যখনই হয়েছে তখনই আমাদের বিরোধী দলরা ধরাশায়ী হয়ে পড়েছে”।

আরো পড়ুন: কলকাতার শপিং মলে ‘জ’ঙ্গি’ হা’ম’লা! মহড়ায় পুলিশের কমান্ডো বা’হি’নী

আপনাদের হাততালি তখনই শুরু হয়ে গিয়েছিল যখন আমি মঞ্চে উঠে নি। আপনারা সব সময় চেষ্টা করছেন জান দিয়ে নিজেদের দলকে রক্ষা করবার। একটা সময় মন খারাপ হয়ে গিয়েছিল লোকসভায় ভালো ফল আমাদের দল করতে পারিনি সেইজন্য, তবে সেই দিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম যে লড়াই করব।”

“আজকের দিনে বৃষ্টি পড়ে যাচ্ছে কিন্তু কেউই মঞ্চ ছেড়ে যায়নি। এই লড়াইটা কোনরকম পঞ্চায়েত জেতার জন্য নয় এই লড়াই টা হলো দিল্লির জনগণতান্ত্রিক লড়াই। তৃণমূল কংগ্রেস দলকে কখনোই নিজেদের খাবার জায়গা বলে মনে করবেন না।

যদি কেউ এরকম মনে করেন তাহলে কাজ করবেন না। তৃণমূল কংগ্রেসের থাকতে গেলে নিরলোভ হয়ে থাকতে হবে। নেত্রীর আদর্শ নিয়ে তবে আগামী দিনের কাজ করতে হবে। তৃণমূল কংগ্রেস হলো অন্য ধরনের দল এখানে চোর ,ধান্দাবাজ, ছিনতাইবাজের কোন জায়গা নেই।”