সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পাটের মূল্য কম হলেও পাটের তৈরি পালাজো প্যান্টের দা’ম ৬০ হাজার টা’কা!

এখন যা কিছু নতুন যা কিছু উদ্ভট সব কিছুই ট্রেন্ডে পরিণত হয়েছে। এখন ৯০ ভাগ ছেঁড়া প্যান্ট ও ফ্যাশন আবার গলা অব্দি টানা জামাও ফ্যাশন। আর ফ্যাশন মানেই সেই দ্রব্যের উপর যেমন ইচ্ছে তেমন দাম চাপিয়ে নেওয়া যায়। লোকজন কেনেও সেই চড়া দামে। সেরকমই একটি পালাজো প্যান্টের দাম ৬০,০০০ টাকা বলে ঘোষণা হয়েছে।

এখন প্রশ্ন হলো একটা পালজো প্যান্টের দাম কত হতে পারে? ৪-৫ হাজার টাকা হোক। কিন্তু এই প্যান্টের দাম কিনা ৬০,০০০ টাকা। শেলমি নামের এক মহিলা সম্প্রতি একটি দোকানে এক জোড়া পাটের পালাজো প্যান্ট খুঁজে পান। তবে সে আর এমন কি! ফ্যাশানের দুনিয়ায় ভিন্ন ধরনের পোষাকের নজির হামেশাই চোখে পড়ে।

তবে সেই প্যান্ট দুটির সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল সেটির দাম। আসলে গুণে গুণে 60,000 টাকা পকেট থেকে খসালেই আপনি পেয়ে যাবেন এক জোড়া জুটের পালাজো প্যান্ট। ছবিটি দেখে মনে হচ্ছে চট বা বস্তার কিছু অংশ কেটে বানানো হয়েছে। আকাশছোঁয়া দামের পালাজো প্যান্টটির পায়ে একটি প্রিন্ট এবং কোমরে একটি কালো স্ট্রিং রয়েছে।

আরো খবর: ওড়িশায় সাতসকালে ভূমিকম্প, আফটার শ’ক অনুভূত হ’তে পা’রে বাংলাতেও

এই হচ্ছে ফ্যাশন। আর তারই এত দাম। আর এই প্যান্টের এত বেশি দামটাই সবচেয়ে বেশী আকর্ষণ করেছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা অবাক হয়ে গেছে এর দাম শুনে। কিন্তু কেনো এই প্যান্টের এত দাম সেটা জানা যায়নি এখনো পর্যন্ত। কিন্তু এমন জিনিসও যে মানুষ কেনে তার নমুনা অনেক আগেই মিলেছে। নয়তো এমন দাম তাও একটা জুটের প্যান্টের অবিশ্বাস্যই বটে।

 

View this post on Instagram

 

A post shared by Shelmy Joseph (@life_with_shelmy)