সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভারতকে সাহায্য করার ল’ক্ষ্যে রাশিয়া থেকে পণ্যবাহী ট্রেন এসে পৌঁ’ছা’লো ইরানে

এবার রাশিয়া থেকে পণ্যবাহী ট্রেন পৌঁছল ইরানে। আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহন করিডোর ব্যবহার করে প্রথমবারের মতো, একটি রাশিয়ান ট্রেন মিত্র দেশ ভারতের জন্য পণ্য বহন করে ইরানে পৌঁছেছে। জানা গিয়েছে, ওই সময়ে ট্রেনটি কাজাখাস্তান ও তুর্কমেনিস্তানের মধ্য দিয়ে প্রায় ৩,৮০০ কিলোমিটারের পথ অতিক্রম করে।

এই প্রসঙ্গে ইরানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, প্রায় ৩৯ টি মালবাহী কনটেইনার নিয়ে ওই ট্রেনটি গত মঙ্গলবার তুর্কমেনিস্তানের সীমান্তের সারখাস স্টেশন দিয়ে ইরানে প্রবেশ করে।

INSTC হল ভারত, ইরান, আফগানিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, রাশিয়া, মধ্য এশিয়া এবং ইউরোপে পণ্য পাঠানোর জন্য একটি ৭,২০০ কিমি দীর্ঘ বহুমুখী পরিবহন প্রকল্প।

আরো পড়ুন: পশ্চিমবঙ্গে ফিরলো কালাজ্বর, এখনো পর্যন্ত আ’ক্রা’ন্ত ৬৫

ভারত প্রথম থেকেই এই প্রকল্পে সহযোগিতা করে আসছে। পাশাপাশি প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, সারখাস রেলওয়ে স্টেশন থেকে পণ্যের এই চালানটি ১,৬০০ কিলোমিটার দীর্ঘ রেলপথ ব্যবহার করে দক্ষিণ ইরানের আব্বাস বন্দরে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে সমুদ্রপথে ভারতে পাঠানো হবে।