Home রাশিফল সৌভাগ্য ভ’ক্তি ও উ’পা’স’না’র জ’ন্য খু’ব’ই গুরুত্ব’পূর্ণ শ্রাবণ’মাস! জে’নে নি’ন বি’শে’ষ’ত্ব

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভ’ক্তি ও উ’পা’স’না’র জ’ন্য খু’ব’ই গুরুত্ব’পূর্ণ শ্রাবণ’মাস! জে’নে নি’ন বি’শে’ষ’ত্ব

ভক্তি ও উপাসনার জন্য খুবই গুরুত্বপূর্ণ শ্রাবণমাস! জেনে নিন বিশেষত্ব

হিন্দু শাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাসের আলাদা গুরুত্ব আছে। বলা হয় যে এই শ্রাবণ মাসের সোমবারে জাতক জাতিকারা যদি উপবাস করে মহাদেবের পুজো করেন তাহলে তাদের উপর মহাদেব বরদান করেন। তবে শুধু সোমবারই নয় বরং শ্রাবণ মাসের প্রতিদিনই ব্রত, পুজো, ভক্তি ও উপাসনার জন্য গুরুত্বপূর্ণ। আগামী সোমবার ১৮ জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হবে আর শেষের দিন হল ১৭ অগাস্ট।

এই বছরের শ্রাবণ মাসের পাঁচটি সোমবার রয়েছে। আর এই পাঁচটি সোমবারেই কোনো না কোনো যোগ রয়েছে। আর এই সোমবার গুলোই মহাদেবের পূজো করলে বহু ফল লাভ হয়।

প্রথম সোমবার, ১৮ জুলাইঃ এই শ্রাবণ মাস শুরু হচ্ছে সোমবারের মধ্যে দিয়ে। এই সোমবারে পঞ্চমী তিথি ও রবি যোগ থাকবে। এই তিথিতে গ্রহ দোষ শান্তির পুজো করলে অত্যন্ত ভালো ফল পাওয়া যায়। আবার যদি কোনো ব্যক্তির কুষ্ঠিতে অশুভ যোগ থাকে তাহলে এই দিন পূজার মাধ্যমে তা নিবারণ হবে।

দ্বিতীয় সোমবার, ২৫ জুলাইঃ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে প্রদোষ ব্রত পালন করা হবে। সোমবার এবং প্রদোষ ব্রত দুটিকে একসঙ্গে শুভ দিন হিসেবে ধরা হয়। এই দিন উপবাস ও শিব পুজো করলে মাঙ্গলিক দোষ নিবারণ হয়। শ্রাবণের দ্বিতীয় সোমবারে সর্বার্থসিদ্ধি ও অমৃত সিদ্ধির যোগ আছে। তাই এই দিনে নতুন কোনো ভালো কাজ শুরু করলে তা সাফল্য পাবে।

তৃতীয় সোমবার, ১ অগাস্টঃ শ্রাবণের তৃতীয় সোমবারের দিনে গণেশ চতুর্থী রয়েছে। এই দিন মহাদেবের পুজো করলে মহাদেব এবং সাথে গনেশের পূজা করলে কৃপা লাভ করা যায়। এছাড়া শিব ঠাকুর এবং গণেশ ঠাকুরের পূজা করলে জীবনে সংকট দূর হয়।

চতুর্থ সোমবার, ৮ অগাস্টঃ শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে একাদশী তিথি রয়েছে। এদিন বিষ্ণু ও শিবের পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। আবার চতুর্থ সোমবার রবিযোগ থাকায় কোনো শুভ কাজ শুরু করলে তা সম্পন্ন হবেই।

পঞ্চম সোমবার, ১৫ অগাস্টঃ শ্রাবণ মাসের পঞ্চম ও শেষ সোমবারে ধৃতি যোগ থাকছে। এইদিনটা কোনো শুভ কাজের পক্ষে খুবই উপযুক্ত। এছাড়া এই সোমবারে থাকছে রিক্তা তিথি। ঐদিন শত্রু নাশ এবং গৃহ শুদ্ধির জন্য খুব ভালো দিন।

শ্রাবণ সোমবার পুজোর নিয়মঃ সোমবার দিন সকালে তাড়াতাড়ি উঠে, স্নান করে নিন। শুদ্ধ বস্ত্রে ডান হাতে গঙ্গার জল নিয়ে শ্রাবণ মাসের সোমবারের ব্রতর সংকল্প করুন। এরপর সমস্ত দেব দেবীদের পায়ে গঙ্গার জল নিবেদন করুন। । ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে মহাদেবের অভিষেক করুন। ভোলনাথকে পুজোর সময় অক্ষত, সাদা ফুল, সাদা চন্দন, ভাঙ, ধুতুরা, গোরুর দুধ, পঞ্চামৃত, সুপুরি, বেলপাতা অর্পণ করুন।